আপনজন ডেস্ক: রাজ্য রাজনীতি শুধু নয় সমগ্র ভারতজুড়ে বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী ‘দিদি’ বলেই সমধিক পরিচিত। শুধু নিজ দলের নেতা-সমর্থক নয় বিরোধী দলের নেতাদেরকেও দিদি বলেই সম্বোধন করতে দেখা যায়। আর আম জনতার কাছে মমতা মানেই যে দিদি তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। কিশোর থেকে বৃদ্ধ সব বয়সিদের কাছে দিদি মানেই মমতা, এ যে প্রবাদ হয়ে দাঁড়িয়েছে। সেই পরম্পরায় ‘দিকে বলো’ ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। প্রশান্ত কিশোরের মস্তিষ্কপ্রসূত হোক বা মমতার নিজস্ব চিন্তাধারায় হোক ‘দিদিকে বলো’ স্লোগানে পরিণত হওয়ার পর এবার আর মমতা আর দিদি হিসেবে থাকতে চান না, বাংলার মানুষের কাছে নিজেকে ‘ঘরের মেয়ে’ হিসেবে নিজেকে দেখতে চান। সেই লক্ষ্যে শনিবার তৃণমূল ভবনে নতুন স্লোগান চালু হল, ‘বাংলা নিজের মেয়েকেই চায়’। দিদি এবার থেকে বাংলার মেয়ে, এটা তুলে ধরতে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগে মমতা ব্যানার্জির ব্র্যান্ডিংয়ে নতুন পরিবর্তন আনল তৃণমূল।
শনিবার তৃণমূল ভবনে এই স্লোগানের সূচনা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুব্রত বক্সী। এই নতুন স্লোগানের সূচনা অনুষ্ঠানে সাক্ষী হিসেবে ছিলেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, সাংসদ ডেরেক ও’ব্রায়েন, সুখেন্দু শেখর রায় এবং কাকলি ঘোষদস্তিদার। তৃণমূলের লক্ষ্য ভোটের আগে এই নতুন স্লোগান বাংলার ঘরে ঘরে পৌঁছে দেওয়া। এ সম্পর্কে তাই সুব্রত বক্সী বলেন, বাংলার সংস্কৃতি, ঐতিহ্য ও সম্প্রীতি মমতা বন্দ্যোপাধ্যাযয়ের হাতেই সুরক্ষিত। আর তা রক্ষা করতে পারবেন মমতাই। তার জন্য বাংলার ঘরে ঘরে এই বার্তা তুলে ধরা হবে যে বাংলার ঘরের মেয়ে মমতাই। তাই আগামী বিধানসভা নির্বাচনে এই ‘বাংলা নিজের মেয়েকেই চায়’ স্লোগানকেই হাতিয়ার করতে চায় তৃণমূল।
এই নতুন স্লোগানের মধ্য দিয়ে বাংলার ঘরের মেয়ের হাতেই যে মুখ্যমন্ত্রীর পদ নিরাপদ তা বোঝাতে চায় তৃণমূল। ইতিমধ্যে, তৃণমূল আওয়াজ তুলেছে বিজেপির ‘বহিরাগতদের’ বিরুদ্ধে। যেভাবে দিল্লি থেকে বারে বারে বিজেপি নেতৃত্ব বাংলা ঘাঁটি গাড়ছেন তার চরম সমালোচনা করে তৃণমুল। এমনকী অমিত শাহ, কৈলাস বিজয়বর্গীয়দের বহিরাগত তকমা দিয়ে নিশানা করতে দ্বিধাবোধ করেননি মমতা বন্দ্যোপাধ্যায়ও। বিবিন্ন মিছিল মিটিংয়ে মমতা বলেছেন, বহিরাগতরা বাংলার সংস্কৃতি বোঝে না। বাংলার মানুষকে চেনে না।তারা বাংলার ঐতিহ্য বুঝবে কী করে। তাই সাধারণ মানুষের কাছে শুধু দিদি হিসেবেই ওথমে থাকতে চান না মমতা। তিনি এবার ঘরের মেয়ে হিসেবে নিজেকে দেখাতে চান। মমতা জনসভায় বলছে তিনিই ২৯৪টি বিধানসভা আসনে তৃণমূলের প্রার্থী। তাই মমতাকে তুলে ধরা হচ্ছে বাংলার মেয়ে হিসেবে যিনি এই রাজ্যকে, এই রাজ্যের মানুষকে এবং এই রাজ্যের সংস্কৃতিকে চেনেন। অর্থাৎ এবারের ভোটে মমতা প্রার্থী হচ্ছেন ‘বাংলার নিজের মেয়ে’ হিসাবে। রাজ্যে প্রায় ৭ কোটি ভোটারের মধ্যে প্রায় ৩.৪ কোটি মহিলা ভোটার। তাই মহিলা ভোটারদের সহানুভূতি আদায় করে নেওয়াও এই স্লোগান তৈরি হওয়ার পিছনে একটি কারণ। ‘দিদিকে বলো’-র পর ‘বাংলা নিজের মেয়েকেই চায়’ স্লোগানেই জনপ্রিয় করাই লক্ষ্য তৃণমূলের।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct