আপনজন ডেস্ক: শনিবার মায়ানমারের মান্দালয় নামক এক শহরে সামরিক অভ্যুত্থানবিরোধী প্রতিবাদকারীদের ওপর গুলি অন্তত দুইজন নিহত হয়েছেন। এক স্বেচ্ছাসেবী জরুরি সেবা সংস্থার কর্মীর বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স। সংবাদ সংস্থা আরও জানিয়েছে, স্বেচ্ছাসেবী জরুরি সেবা সংস্থা ‘পারাহিতা ডারহি’র নেতা কো অং বলেছেন, ২০ জন আহত হয়েছেন এবং দু’জন নিহত হয়েছেন। খবরে বলা হয়, স্বেচ্ছাসেবক ও চিকিৎসক জানিয়েছেন, একজন মারা গেছেন মাথায় আঘাত পাওয়ার পর। আর দ্বিতীয় ব্যক্তির বুকে গুলি লেগেছিল। আহত হওয়ার পর তার মৃত্যু হয়। এই বিষয়ে এখনো পুলিশের কোনো মন্তব্য পাওয়া যায়নি।
শনিবার মায়ানমারের বেশ কয়েকটি শহরে অভ্যুত্থান বিরোধীরা রাস্তায় নেমে এসে সামরিক শাসনের অবসান ও নেত্রী অং সান সু চিসহ অন্যান্যদের মুক্তির দাবিতে শ্লোগান দেয়। এসব প্রতিবাদ বিক্ষোভে সংখ্যালঘু বিভিন্ন জাতিগোষ্ঠীর সদস্যরাসহ কবি ও পরিবহন শ্রমিকরাও যোগ দেন। স্থানীয় সংবাদমাধ্যম ও হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, বিক্ষোভ দমাতে পুলিশ তাজা গুলি ব্যবহার করেছে।
মান্দালায়ের শিপইয়ার্ডের কাছে শত শত বিক্ষোভকারী অভ্যুত্থানের প্রতিবাদে বিক্ষোভ করলে পুলিশ গুলি ছোড়ে। এই ঘটনায় বেশ কিছু বিক্ষোভকারী আহত হয়েছেন।
সামরিক অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে মায়ানমারের রাজধানী নেপিডোতে পুলিশের গুলিতে আহত তরুণ বিক্ষোভকারী মিয়া থোয়ে থোয়ে খাইনের মৃত্যুর এক দিন পর এই সহিংসতার ঘটনা ঘটলো।
গত ৯ ফেব্রুয়ারি রাজধানী নেপিডোতে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ও গুলি ছুড়লে, মাথায় গুলিবিদ্ধ হয়ে তিনি আহত হন। মায়ানমারে সেনাবিরোধী বিক্ষোভে এটিই প্রথম মৃত্যুর ঘটনা।
মানবাধিকার সংস্থাগুলো বলছে, খাইনের জখম তাজা গুলি থেকে সৃষ্ট। তবে পুলিশ কোনোপ্রকার প্রাণঘাতী অস্ত্রের ব্যবহারের কথা অস্বীকার করেছে।
১ ফেব্রুয়ারি তাতমাদাও নামে পরিচিত মায়ানমারের সামরিক বাহিনী দেশটিতে সেনা অভ্যুত্থান ঘটায় এবং প্রেসিডেন্ট উইন মিন্ট ও স্টেট কাউন্সিলর অং সান সু চিসহ রাজনৈতিক নেতাদের গ্রেফতার করে। সাথে সাথে দেশটিতে এক বছরের জন্য জরুরি অবস্থা জারি করা হয়। গত বছরের নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনের ফলাফল নিয়ে বিতর্কের জেরে এই অভ্যুত্থান ঘটায় সামরিক বাহিনী। সেনা অভ্যুত্থানের প্রতিবাদে ৬ ফেব্রুয়ারি থেকে মায়ানমারের বিভিন্ন শহরেই বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভকারীরা অং সান সু চিসহ বন্দী রাজনৈতিক নেতাদের মুক্তির পাশাপাশি সামরিক শাসন প্রত্যাহারের দাবি জানিয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct