রাকিবুল ইসলাম, বহরমপুর: বেশ কয়েকমাস ধরেই নিজের দল তৃণমূলকে এড়িয়ে চলেন মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি মোশারফ হােসেন। আর তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় বাবার অসুস্থ বলে অনুপস্থিত থেকেছেন। এর আগে মুখ্যমন্ত্রীর কলকাতায় ডাকা সভাতেও যাননি মোশারফ। ক্রমশ প্রকাশ্যে এসেছে জেলা সভাপতি আবু তাহের খানের সঙ্গে তার সম্পর্কের তিক্ততা। ভােট যত এগিয়ে আসছে দলীয় ব্যানার ছাড়া বিভিন্ন রকমের কর্মসূচি করছেন জেলা সভাধিপতি। এইভাবে একের পর এক দল বিরোধী কাজের অভিযোগে মোশারফ হোসেনকে দল থেকে বহিষ্কারের কথা ঘোষনা করলেন আবু তাহের খান। দল থেকে বহিষ্কারের পরেও জেলা পরিষদে গেলে সকল সদস্যরা শক্তহাতে সিদ্ধান্ত নেবেন বলে জানালেন সৌমিক হােসেন।
\r\n
বুধবার মন্ত্রী জাকির হোসেন সহ জেলা পরিষদের কর্মাধ্যক্ষ, সদস্য, জেলার বিধায়ক, সাংসদ, সভাপতি সমস্ত স্তরের নেতৃত্বদের নিয়ে বৈঠক করলেন জেলা তৃণমূলের সভাপতি আবুতাহের খান। উপস্থিত ছিলেন জেলা তৃণমূলের চেয়ারম্যান সুব্রত সাহা, কোঅর্ডিনেটার অশােক দাস, সৌমিক হোসেন সহ সকল নেতৃত্বরা। সকল নেতৃত্বদের সম্মতিতে মোশারফ হোসেনকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান সুব্রত সাহা।
\r\n
আবু তাহের খান বলেন, মফিজ উদ্দিন স্মরণসভা থেকে শুরু করে একের পর দল বিরােধী কাজ করে চলেছেন মোশারফ হোসেন। দলকে উপেক্ষ করে চলেছে। পর পর দুবার দলনেত্রী মুখ্যমন্ত্রীর সভায় অনুপস্থিত থেকেছেন। মুখ্যমন্ত্রী ও রাজ্য নেতৃত্বকে তার সম্পর্কে জানানো হয়েছে। এইদিন বৈঠকে সকলের মিলিত সিদ্ধান্তে মােশারফ হোসেনকে দলে থেকে বহিষ্কার করা হয়। তবে দল থেকে বহিষ্কার রায় শাপে বর হয়েছে এমনটাই মন্তব্য করলেন সভাধিপতি মোশারফ হোসেন। সােজা সাপটা জানিয়ে দিলেন তৃণমূল দল ছেড়ে কংগ্রেসে যোগদান করছেন তিনি। তৃণমূলের পায়ের তলার মাটি থাকবেনা কংগ্রেস আবার নিজের জায়গায় ফিরে আসবে। আর মাত্র দুই মাসের অপেক্ষা। এমনটাই জানালেন মােশারফ হোসেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct