সজিবুল ইসলাম, জলঙ্গি: রাজ্যের মন্ত্রী জাকির হোসেনের উপর আক্রমণের প্রতিবাদে ডোমকল মহকুমা জুড়ে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ধিক্কার মিছিল অনুষ্ঠিত হয়। তার মধ্যে অন্যতম বৃহৎ ধিক্কার মিছিল হয় জলঙ্গিতে। গত ১৬ ফেব্রুয়ারি রাত্রি সাড়ে নটা নাগাদ কলকাতায় যাবার উদ্দেশ্যে নিমতিতা রেল স্টেশনে কর্মী সমর্থকদের নিয়ে স্টেশনে ঢোকার মুহূর্তে বোম বিস্ফোরণে গুরুতর আহত হন মন্ত্রী জাকির হোসেনসহ কর্মী সমর্থক। সেই ঘটনার প্রতিবাদে শুক্রবার জলঙ্গির বিধায়ক আব্দুর রাজ্জাকের নেতৃত্বে ধিক্কার মিছিল করল জলঙ্গি ব্লক উত্তর ও দক্ষিণ ব্লক তৃণমূল কংগ্রেস কমিটি। এদিনের ধিক্কার মিছিল থেকে স্লোগান দিতে থাকে ‘আমিও রবে তুমিও রবে বন্ধু এবার খেলা হব’।
একই ভাবে ডোমকল বিধানসভার ডোমকল এসডিও মোড়ে ধিক্কার মিছিল ও প্রতিবাদ সভা করেন। এদিনের প্রতিবাদ সভা থেকে বলেন, যে যারা এই কাজের সঙ্গে যুক্ত আছে তাদের কঠোর শাস্তির দিতে হবে। দোষীদের দ্রুত চিহ্নিত করতে হবে। এদিনের মিছিলে উপস্থিত ছিলেন ডোমকল টাউন সভাপতি কামরুজ্জামান মণ্ডল, পুরসভার চেয়ারম্যান জাফিকুল ইসলাম, ব্লক সভাপতি হাজিকুল ইসলাম পৌরসভার ভাইস চেয়ারম্যান আলম খান, জলঙ্গির বিধায়ক আব্দুর রাজ্জাক, ব্লক সভাপতি রাকিবুল ইসলাম রকি, মুর্শিদাবাদ জেলা কমিটির সম্পাদক মোঃ ফারুক শেখ, ব্লক কমিটির সদস্য সালাউদ্দিন সরকার লিটন, পঞ্চায়েত সমিতির সভাপতি শুক্লা সরকার সহ বিষ্ণুপদ সরকার প্রমুখ। এই ঘটনার তদন্তে নেমেছে রাজ্য গোয়েন্দা দফতর। এদিন ঘটনাস্থলে যান সিআইডি আধিকারিকরা। তদন্ত শুরু করেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct