রাকিবুল ইসলাম, বহরমপুর: একদিকে মন্ত্রী জাকির হোসেনের উপর বোমা হামলায় তোলপাড় মুর্শিদাবাদ জেলা থেকে রাজ্য। অন্যদিকে দলবদলের পালায় রাজনৈতিক সরগরম নবাবের জেলায়। গত ৮ই নভেম্বর মফিজুদ্দীন মণ্ডলের স্মরণ সভায় শুভেন্দু অধিকারীর আসা নিয়ে জোর জল্পনা তৈরি হয় জেলা তৃণমূল কংগ্রেসে। জেলা তৃণমূল কংগ্রেসের মধ্যে শুরু হয় বিচ্ছেদ। ক্রমশ প্রকাশ্যে আসে তৃণমূলের জেলা সভাপতি আবু তাহের খান ও জেলা পরিষদের সভাধিপতি মোশারফ হোসেনের সম্পর্কের তিক্ততা! জল্পনা চলছিল কয়েকমাস ধরে। অবশেষে জল্পনার অবসান তৃণমূল দল ত্যাগ করে কংগ্রেসে যোগদান করলেন জেলা পরিষদের সভাধিপতি মোশারফ হোসেন। শুক্রবার বহরমপুর টেক্সটাইল মোড়ে সভা করে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর হাত ধরে নিজের পুরােনা ঘর কংগ্রেসে যোগদান করলেন মোশারফ। সেইসঙ্গে জেলা পরিষদের সদস্য সাবিনা ইয়াসমিন সহ নওদা, সাগরদিঘী, বেলডাঙ্গা থেকে অঞ্চল ও ব্লক নেতৃত্বরাও তৃণমূল থেকে কংগ্রেসে যোগদান করেন। মোশারফ বলেন, আসন্ন বিধানসভা নির্বাচনে অধীর চৌধুরীর হাত শক্ত করতে ইতিমধ্যেই ব্যাটিং পিচে নেমে পড়েছি। নিজের পুরনো ঘর কংগ্রেসে ফিরতে পেরে খুব ভালো লাগছে বলে জানালেন মোশারফ হোসেন।
মুর্শিদাবাদ জেলায় তৃণমূল থাকবে না, তৃণমূল ভেঙে চুরমার হয়ে যাবে, এদিনের সভায় এমনই মন্তব্য করে তোপ দাগলেন অধীর চৌধুরী।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct