সঞ্জীব মল্লিক, বাঁকুড়া: চাকরির পরীক্ষায় উত্তীর্ণ ও প্যানেল তৈরি হয়ে যাওয়ার পরেও নিয়োগ না হওয়ার অভিযোগ তুলে বিক্ষোভে শামিল হলেন আইসিডিএস চাকরি প্রার্থীরা। বাঁকুড়ার তালডাংরার ঘটনা। বৃহস্পতিবার তালডাংরা ব্লক সিডিপিও অফিস ঘিরে তারা বিক্ষোভ দেখান।
ওই চাকরি প্রার্থীদের অভিযোগ, গত ২০১০ সালে বিগত বাম সরকারের আমলে তারা আইসিডিএস কর্মী ও সহায়িকা নিয়োগের পরীক্ষা দেন। পরীক্ষা শেষে সফল প্রার্থীদের প্যানেলও তৈরী হয়। পরে ২০১১ সালে রাজ্যে তৃণমূল ক্ষমতায় আসার পর কোন অজ্ঞাত কারণে সেই নিয়োগ প্রক্রিয়া বন্ধ হয়ে যায়। আন্দোলনকারী পম্পা পাল, মৌটুসী সামন্তরা বলেন, আমরা ২০১০ সালে পরীক্ষা দিই, প্যানেলভুক্ত হই। কিন্তু আমাদের নিয়োগ হয়নি। বর্তমান সরকারের আমলে এর মধ্যেই তিনবার পরীক্ষা ও নিয়োগ হয়েছে। আমরা বঞ্চিত। এদিন সংশ্লিষ্ট সিডিপিও এক দিনের সময় চেয়েছেন। দাবি পূরণ না হলে আগামী সোমবার থেকে বৃহত্তর আন্দোলনের পাশাপাশি আমরণ অনশন কর্মসূচি তারা শুরু করবেন বলে জানান। আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়েছেন তালডাংরার তৎকালীন সিপিআইএম বিধায়ক মনোরঞ্জন পাত্র। তিনি বলেন, আমাদের সময়ে প্যানেল তৈরী ছিল। সরকার পরিবর্তন হওয়ায় আমরা নিয়োগ করতে পারেনি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct