আপনজন ডেস্ক: শ্রমদপ্তরের প্রতিমন্ত্রী জাকির হোসেনের উপর আক্রমণের তীব্র নিন্দা জানালেন পপুলার ফ্রন্টের রাজ্য সভাপতি তায়েদুল ইসলাম। তিনি এক বিবৃতিতে বলেন, প্রাপ্ত খবর অনুযায়ী মন্ত্রী মারাত্মক জখম হয়েছেন এবং প্রায় অর্ধ শতাধিক মানুষ আহত হয়েছেন। ফলে এটা কোন সাধারণ বোমা ছিল না। সাধারণ ভাবে রাজনৈতিক দলগুলোর মধ্যে গোষ্ঠী দ্বন্দ্বে, বিরোধী রাজনৈতিক দলের মধ্যেকার দ্বন্দ্বে বা দুই দল দুস্কৃতির মধ্যে যে ধরনের বিস্ফোরণ হয় এটা সে ধরনের নয়। মনে হচ্ছে এটা খুব পরিকল্পিত এবং শক্তিশালী বিস্ফোরণ। আমরা এই বিস্ফোরণের নিরপেক্ষ তদন্ত দাবি করছি এবং আইন অনুযায়ী উপযুক্ত শাস্তি দাবি করছি। তদন্তকারী সংস্থার কাছে দাবি জানাচ্ছি ,তারা যেন রাজ্য বা কেন্দ্রীয় সরকার দ্বারা প্রভাবিত না হন এবং দীর্ঘ সময় না নেন।
তায়েদুলের অভিযোগ, আমরা লক্ষ্য করেছি, দেশের নানা প্রান্তে বিস্ফোরণ ঘটার সাথে সাথেই কেন্দ্রিয় সরকার এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলো মুসলিমরা জড়িত বলে দাবি করেন। পরবর্তীতে তদন্তে প্রমাণ হয়েছে সে সব বিস্ফোরণ ছিল আরএসএস এর বিভিন্ন শাখা সংগঠনের কাজ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct