মঞ্জুর মোল্লা, নদিয়া: তিন মদ্যপ যুবকের হামলা ছিনতাই ও ধারালো অস্ত্রের কোপে আক্রান্ত হলেন হাসপাতাল ক্যান্টিনে কর্মরত এক যুবক। ঘটনাটি শান্তিপুর তেলিপাড়া এলাকায়। এ বিষয়ে ওই যুবক মিলন প্রামাণিকক জানান, গতকাল রাত আড়াইটা নাগাদ রায়গঞ্জের হাসপাতাল ক্যান্টিন থেকে বাসে করে বাড়িতে ফিরছিলেন। এভাবেই তিনি অন্যান্য মাসেও ফেরেন বাড়িতে। হঠাৎই বাসচালক কৃষ্ণনগর পালপাড়ার মোড়ে তাকে না দিয়ে দেন, রাস্তা খারাপের অজুহাতে, অথচ শান্তিপুর বাইপাস মোড় পর্যন্ত টিকিট কেটেছিলেন তিনি, ওই যাত্রীর বক্তব্য অনুযায়ী তখন তাকে কিছু বলা হয়নি। এর পরেই রাস্তায় দাঁড়িয়ে থাকা অবস্থায় তিন মদ্যপ যুবক তাঁর উপরে হামলা চালায় বলে অভিযোগ। পকেটে থাকা ৫০০০ টাকা ছিনতাই করে নাই এছাড়াও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে ওই যুবককে। ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে ওই যুবক, চেঁচামেচি করলেও ঘটনাস্থলে কেউ এগিয়ে আসেনি।
এরপর পরিবারের লোকজনকে ওই যুবক ফোন করলে প্রায় ঘন্টা খানিক বাদে তার পরিবারের লোকজন এরা কৃষ্ণনগর পালপাড়ায় গিয়ে পৌঁছায়। সেখান থেকেই কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে তার চিকিৎসা করানো হয়। এছাড়াও এই পুরো ঘটনাকে কেন্দ্র করে কৃষ্ণনগর কোতোয়ালি থানায় যাই ওই যুবক। কিন্তু পুলিশের পক্ষ থেকে ওই যুবকের কোনো রকম অভিযোগ নেওয়া হয়নি বলে জানাই ওই যুবক। ওই যুবক এও জানান হামলাকারীরা প্রত্যেকেই মদ্যপ অবস্থায় ছিল সে রায়গঞ্জের হাসপাতালে ক্যান্টিনে কাজ করে বছরে দুই একবার শান্তিপুরের বাড়িতে আসে গতকালকে মধ্যরাতে এই ঘটনায় সে খুবই এখন আতঙ্কিত। পরিবারের দাবি কে বা কারা এই হামলা চালিয়েছে তা তদন্ত করুক পুলিশ। না হলে আগামী দিনে আবার কেউ না কেউ আক্রান্ত হবে ওই মদ্যপ যুবকদের হামলায়। বাস চালকদের এ ধরনের নির্মম ব্যবহারেও দুর্ঘটনা আর যাতে না ঘটে, সে ব্যাপারেও জানান প্রশাসনের কাছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct