আপনজন ডেস্ক: ভারত সহ উপমহাদেশের বহু দেশে করোনা ভ্যাকসিন পেয়েছে। অক্সফোর্ডের ভ্যাকসিন ভারত পেলেও বিশ্বের অন্তত ১৩০টি দেশ এখনও পায়নি। করোনা ভ্যাকসিনের প্রথমে যোগ না পাওয়া এই ১৩০টি দেশের কথা জানালেন রাষ্ট্রসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। বুধবার নিরাপত্তা পরিষদের উচ্চ-পর্যায়ের এক বৈঠকে তিনি একথা জানান।
তিনি বলেন, ‘বিশ্বে করোনাভাইরাসের যে পরিমাণ টিকা পাওয়া যাচ্ছে তার ৭৫ শতাংশ মাত্র ১০টি দেশ ব্যবহার করছে। এখন পর্যন্ত ১৩০টি দেশ এক ডোজ টিকাও পায়নি। এই অবস্থাকে মারাত্মক ‘অন্যায্য’ ও ‘অন্যায়’ বলে তিনি অভিহিত করেছেন।’তিনি বলেন, ‘এই গুরুত্বপূর্ণ সময়ে টিকার সমতা বজায় রাখাই আন্তর্জাতিক সম্প্রদায়ের সবচেয়ে বড় নৈতিক পরীক্ষা। টিকার ন্যায্য বন্টন নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে পরিকল্পনা করতে হবে।’ সম্ভাব্য দ্রুত সময়ের মধ্যে বিশ্বের সব মানুষের জন্য টিকা নিশ্চিত করার আহ্বান জানান তিনি। এছাড়া বিশ্বের শীর্ষ অর্থনৈতিক শক্তিগুলোর জোট গ্রুপ ২০কে জরুরি টাস্কফোর্স গঠনের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রসংঘ মহাসচিব।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct