সজিবুল ইসলাম, ডোমকল: স্বাধীনতা, ন্যায়বিচার, নিরাপত্তা ও দেশের স্বার্থ রক্ষায় পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া বাইক মিছিল ও জনসভা করল ডোমকলে। বুধবার মুর্শিদাবাদের ইসলামপুর থেকে বাইক নিয়ে রানীনগর হয়ে ডোমকলে পর্যন্ত মিছিল করে জনসভায় যোগ দেন পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার কর্মী-সমর্থকরা। স্বাধীনতা, ন্যায়বিচার, নিরাপত্তা ও দেশের স্বার্থ রক্ষার দাবিতে কয়েক হাজার এই বাইক মিছিলে অংশগ্রহণ করেছেন।
পপুলার ফ্রন্টের তরফ থেকে এদিন কেন্দ্রীয় সরকারের কৃষি আইন ছাড়াও অন্যান্য নানা জনবিরোধী নীতির সমালোচনা করা হয়। বিজেপি সাম্প্রতায়িক মনোভাবেরও নিন্দা জানানো হয়। এদিন পপুলার ফ্রন্টের রাজ্য সভাপতি তায়েদুল ইসলাম বলেন, বর্তমানে ক্যান্সারের রোগ বেড়ে চলেছে তাই যতদিন না এই ক্যান্সার দল অর্থাৎ বিজেপি আর এস এস, দল থাকবে দেশেকে শেষ করে দেবে। তাই তাদের বিরুদ্ধে আমাদেরকে আন্দোলন করতে হবে। দেশকে বাঁচাতে হবে। এদিন বিজেপির বিরুদ্ধে বিষোদ্গার ছাড়াও ১৭ ফেব্রুয়ারি পপুলার ফ্রন্টের প্রতিষ্ঠিত দিবস পালিত হয়। সেই মতো সকালে পতাকা উত্তোলনের মধ্যেও দিয়ে দিনটা কে পালন করা হয়। এই সভায় উপস্থিত ছিলেন, পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার রাজ্য সভাপতি তায়েদুল ইসলাম, ব্লক প্রেসিডেন্ট হাকিকুল ইসলাম, সেক্রেটারি সেলিম মন্ডল এছাড়াও বিশিষ্ট ব্যক্তিরা।
উল্লেখ্য, কেরল ভিত্তিক এই দল বেশ কয়েক বছর ধরে তাদের সাংগঠনিক শক্তি বাড়িয়ে চরেছে মুর্শিদাবাদ সহ কয়েকটি জেলায়। এই সংগঠন দুঃস্থ ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদানের মতো সমাজসেবামূলক নানা কর্মসূচি নিয়ে থাকে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct