রাজু আনসারী, অরঙ্গাবাদ: বুধবার সন্ধ্যায় মুর্শিদাবাদের নিমতিতা স্টেশেনে যাওয়ার পথে দুষ্কৃতিদের ছোড়া বোমায় গুরুতর আহত হলেন রাজ্যের শ্রম প্রতিমন্ত্রী। মুর্শিদাবাদের সূতি থানা এলাকার নিমতিতা স্টেশন থেকে তিনি ট্রেন ধরতে যাচ্ছিলেন কলকাতা যাওয়ার উদ্দেশ্যে। তিনি যখন দু নম্বর প্ল্যাটফর্মের দিকে হাঁটছিলেন তখন হঠাৎ করে তার সামনে বোমা মারা হয়। বোমার আঘাতে জাকির হোসেন সহ বেশ কয়েকজন সঙ্গী আহত হন।
বোমার মারার প্রাবল্যে এলকাটি ধোঁয়ায় ভরে যায়। মিছিলে রক্তা্ক্ত আহতরা আর্তনাদ করতে থাকেন। স্থানীয় মানুষজন দ্রুত মন্ত্রী জাকির হোসেনকে জঙ্গিপুর মহকুমা হাসপাতারে নিযে যায় হয়। তারপর গভীর রাতে বহরমপুর হাসাপাতালে স্থানান্তরিত করা হয়। কিন্তু তার আঘাত গুরুতর হওয়ায় আশঙ্কাজনক স্থানান্নতরিত করা হয়েছে।
তৃণমূল সূত্র জানিয়েছে, বোমা মন্ত্রী জাকির হোসেনকে লক্ষ্য করে মারা হয়। এই ঘটনার নিন্দা জানিয়েছেন অধীর চৌধুরি। তৃণমূল আজ জেলা জুড়ে মন্ত্রীর উপর আক্রমণের প্রতিবাদে মিছিল করছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct