ওবাইদুল্লা লস্কর, ডায়মন্ডহারবার: দক্ষিণ ২৪ পরগনার গ্রামে এক আন এডেড মাদ্রাসার অনুমোদনের দাবি নিয়ে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ি অভিযান করতে গিয়ে গ্রেফতার হলেন ওই আন এডেড মাদ্রাসার প্রতিষ্ঠাতা। মঙ্গলবার ডায়মন্ড হারবার থানা এলাকার কুলেশ্বর তাবারকিয়া জুনিয়র গার্লস হাই মাদ্রাসার প্রতিষ্ঠাতা সাইফুল খান গিয়েছিলেন কালীঘাটে।
সাইফুল খানের পরিবারের দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছিলেন রাজ্য জুড়ে ১০ হাজার আন এডেড মাদ্রাসার অনুমোদন দেওয়া হবে। তবে প্রতিশ্রুতির পর ১০ বছর কেটে গেলেও আজও ১০ হাজার মাদ্রাসা অনুমোদন পায়নি।
তাদের বক্তব্য মুখ্যমন্ত্রীর সেই ঘোষণার পর ডায়মন্ড হারবার থানার কুলিশ্বরে একটি গার্লস জুনিয়ার মাদ্রাসা প্রতিষ্ঠিত করেন সাইফুল খান।
সাইফূলের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, সংসারের সব কিছু বিক্রি করে মাদ্রাসা প্রতিষ্ঠা করেন সাইফুল খান। তারপর থেকে গত ১০ বছর মাদ্রাসার অনুমোদন না মেলায় পরিবারে অভাবের জন্য প্রায় অশান্তি লেগে থাকতো।
গত ৩ দিন আগে বাড়ি থেকে বেরিয়ে যায় সাইফুল খান। এমনকী তিনি পরিবারের লোকজনকে বলে যান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে কালীঘাটে যাচ্ছেন। মাদ্রাসার অনুমোদন না পেলে আত্মহত্যার পথ বেছে নেবেন তিনি। এদিন কালীঘাটে অভিযানে গিয়ে পুলিশের হাতে গ্রেফতার হয় সাইফুল খান। পরে পরিবারের লোকজন সংবাদমাধ্যমে এই খবর পেলে দুশ্চিন্তায় ভেঙে পড়েন। তাদের দাবী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবিলম্বে আন এডেড মাদ্রাসার অনুমোদন দিক।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct