নাজিম আক্তার, চাঁচল: অভিনব কায়দায় রাস্তার কাজের শিলান্যাস হল মালদহের চাঁচলে। দীর্ঘদিনের দাবি পূরণ হল আদিবাসী অধ্যুষিত এলাকার মানুষদের দাবি পূরণ হওয়ায় এই ধামসা মাদল ও বাঁশির সুরে মাতল বাসিন্দারা।
সোমবার মালদহের চাঁচল গ্রাম পঞ্চায়েতের সাঞ্জীব সংসদের বারাইপুর থেকে বাগডোগরায় ঢালাই নির্মানের রাস্তার কাজের শুভ শিলান্যাস হয়েছে। ফিতে কেটে কাজের শিলান্যাসস করেন মালদা জেলা পরিষদের সদস্য মোহাঃ সামিউল ইসলাম। প্রায় আড়াই শো মিটার কাঁচা রাস্তাটি পাকা করার জন্য জেলা পরিষদের তহবিল থেকে আট লক্ষ টাকা বরাদ্দ হয়েছে।
এদিন রাস্তার শিলান্যাস হতেই আদিবাসী এলাকার মানুষরা খুশিতে ধামসা মাদল ও বাঁশি বাজায়।চলে নৃত্য। জেলা পরিষদের সদস্য সামিউল ইসলাম জানান, আদিবাসদের দীর্ঘদিনের গদাবি ছিল রাস্তার। তাদের সেই দীর্ঘদিনের দাবি পূরণ করতে আমিও খুশি। এলাকার উন্নয়ন করা আমাদের একমাত্র লক্ষ্য। রাজ্য সরকার যে উন্নয়নের প্রতীক তা আরও একবার প্রমাণ হয়ে গেল বলে তিনি মন্তব্য করেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct