সজিবুল ইসলাম, জলঙ্গি: গত ১১ই ফেব্রুয়ারি নবান্ন অভিযানে পুলিশের লাঠিচার্জে গুরুতর জখম ডি ওয়াই এফ আই কর্মী মইদুল ইসলাম মিদ্যার মৃত্যু হয় সোমবার সকালে। তাঁর আত্মার শান্তি কামনায়, পরিবারকে সমবেদনা জানাতে ও রাজ্য সরকারের পুলিশের প্রতিবাদে বাম যুব কর্মী মইদুল ইসলাম মিদ্যা (ফরিদ)-এর মৃত্যুতে মৌনমিছিল করলেন জলঙ্গি ব্লক ছাত্র পরিষদ বাম ছাত্র সংগঠন। সোমবার সন্ধ্যায় জলঙ্গীর ভাদুরিয়াপাড়া বাজারে মৌন মিছিল অনুষ্ঠিত হয়।
এদিন একই ভাবে জলঙ্গি থানা ঘেরাও কর্মসূচি করেন বাম কংগ্রেস যৌথভাবে।
এদিন সাংবাদিকদের বলেন, যে এই খুনি সরকার কে হটাতে হবে রাজ্য থেকে, ন্যায্য দাবি জানাতে গিয়ে পুলিশের হাতে মার খেতে হচ্ছে , রাজ্য না আছে চাকরী না কর্মসংস্থান। উপস্থিত ছিলেন রানীনগর বিধানসভার বিধায়িক ফিরোজা বেগম, জলঙ্গি বিধানসভার প্রাক্তন সিপিএম বিধায়ক ইউনুস আলী সরকার, মুর্শিদাবাদ জেলা যুব কংগ্রেসের সহ-সভাপতি ইউসুফ আলী বিশ্বাস, জলঙ্গি সিপিআইএম এরিয়া কমিটি সম্পাদক ইমরান হোসেন সহ প্রমুখ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct