আপনজন ডেস্ক: আমেরিকায় কান পাতলে প্রায়ই শোনা যায় বন্দুকবাজের হাতে নিরীহদের খুনের কথা। বিশেষ করে বেশ কয়েক বছর ধরে দেখা যাচ্ছে বন্দুকবাজরা কোনও কারণেই স্কুলের মধ্যে ঢুকে গুলি চালিয়ে নিরীহ ছাত্রদের হত্যা করছে। এর মূলে আমেরিকার অস্ত্র আইন। এই আইনে মার্কিনীদের পক্ষে খুব সহজেই নিজেদের কাছে বন্দুক রাখা যায়। সেই বন্দুক কাছে থাকায় অনেকেই নিজের মর্জিমতো তা ব্যবহার করে হত্যা করে। এবার সেই অস্ত্র আইনে পরিবর্তন আনতে চান মার্কিন প্রেসিডন্টে জো বাইডেন। প্রাণঘাতী অস্ত্র নিষিদ্ধ করে অস্ত্র আইন সংশোধনের জন্য কংগ্রেসের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ফ্লোরিডার পার্কল্যান্ডের স্কুলেগুলিতে হত্যাকান্ডের তৃতীয় বার্ষিকী উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে তিনি এই আহ্বান জানান।
বাইডেন বলেন, ‘বন্দুক সহিংসতার কারণে আমাদের দেশ জুড়ে অভিভাবক, স্বামী-স্ত্রী, শিশু, ভাইবোন ও বন্ধুরা জানে তাদের প্রিয়জন হারানোর বেদনা।’ বাইডেন তার বিবৃতিতে বন্দুক বিক্রির ক্ষেত্রে প্রেক্ষাপট খতিয়ে দেখা, হাই-ক্যাপাসিটি ম্যাগাজিন নিষিদ্ধ এবং বন্দুক তৈরির ক্ষেত্রে লিগ্যাল ইমিউনিটি অবসানের আহ্বান জানান। ২০১৮ সালের ১৪ ফেব্রুয়ারি পার্কল্যান্ডের মার্জোরি স্টোনম্যান ডগলাস হাই স্কুলে এক সাবেক শিক্ষার্থী এআর-১৫ রাইফেল দিয়ে গুলি চালিয়ে ১৭ জনকে হত্যা করেন। গোলাগুলিতে বেঁচে যাওয়া শিক্ষার্থীদের অনেকে পরবর্তীকালে অস্ত্র আইন সংশোধনের সক্রিয় সমর্থকে পরিণত হয়েছেন।যুক্তরাষ্ট্রের সংবিধানের দ্বিতীয় সংশোধনে অস্ত্র বহনের অধিকার নাগরিকদের দেয়া হয়েছে।
অনেক রক্ষণশীলরা এই অধিকারকে জোরালোভাবে সমর্থন করেন, যাদের মধ্যে সাবেক প্রেসিডেন্ট ডোলাল্ড ট্রাম্পও রয়েছেন। প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি এক পৃথক বিবৃতিতে জানান, প্রেক্ষাপট খতিয়ে দেখার আইন পাশের প্রক্রিয়া আবারও পুনরুজ্জীবিত করবে কংগ্রেস। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট থাকার সময় এই উদ্যোগ স্থগিত করে দিয়েছিলেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct