নাজিম আক্তার, চাঁচল: পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগমের তরফে সোমবার মালদহের চাঁচল-১ নং ব্লকের সরজগার ভবনে ক্ষুদ্র ও মেয়াদি ঋণ প্রদানের ঘোষণা অনুষ্ঠান হল।চাঁচল-১ নং ব্লকের বিভিন্ন এলাকার মহিলা ও পুরুষকে স্বনির্ভর করতে ৩৫ টি স্বনির্ভর গোষ্ঠীর ১৫৮০ জন মহিলাকে ৩ কোটি ২ লক্ষ টাকার ক্ষুদ্র লোন দেওয়া হয় ও ১৫২ জন পুরুষকে ১ কোটি ১৮ লক্ষ ৫২ হাজার টাকা মেয়াদি ঋণ প্রদান করা হয়। উপস্থিত ছিলেন চাঁচল-১ নং ব্লকের বিডিও সমীরণ ভট্টাচার্য,মালদা জেলা পরিষদের সদস্য সামিউল ইসলাম, চাঁচলের সংখ্যালঘু উন্নয়ন ও বৃত্ত নিগমের ফিল্ড সুপারভাইজার আফসার আলী।
করোনা পরিস্থিতির কারণে এদিন উপস্থিত ৩৩ জনকে ক্ষুদ্র লোন ও ১৭ জনকে মেয়াদি ঋণ আনুষ্ঠানিক ভাবে ঋণ প্রদানের ছাড় পত্র দেওয়া হয়। উল্লেখ্য, সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগম সংখ্যালঘুেদের চাকরির প্রশিক্ষণ সহ অন্যান্য নানা সহায়তা দিয়ে থাকে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct