আপনজন ডেস্ক: সাধারণ মানুষ যখন করোনা প্রতিষেধক পাননি তখন পেরুর পররাষ্ট্রমন্ত্রী নিজেই করোনা ভ্যাকসিন নিয়েছিলন। তা নিযে সেদেশে ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়। প্রশ্ন তোলা হয়, যেখানে সাধারণ মানুষ ভ্যাকসিন পেলেন না সেখানে কী করে পররাষ্ট্রমন্ত্রী আগেই করোরা ভ্যাকসিন পেয়ে গেলেন। সাধারণ মানুষের আগে নিজে কোভিড-১৯ ভ্যাকসিন নেওয়ার কেলেঙ্কারিতে পদত্যাগ করলেন পেরুর পররাষ্ট্রমন্ত্রী এলিজাবেথ অ্যাসেটে। গত রবিবার এক টুইট বার্তায় তিনি বলেন, এটি তার একটি গুরুতর ভুল। এ কারণে তিনি সামনে আর দ্বিতীয় ডোজ নেবেন না।
পেরুতে জনসাধারণের আগে ভ্যাকসিন নেওয়ায় শীর্ষ কর্মকর্তাদের পদত্যাগের দ্বিতীয় ঘটনা এটি। গত সপ্তাহে দেশটির স্বাস্থ্যমন্ত্রী পিলার মাজেতি একই কারণে পদ ছেড়েছেন।
লাতিন আমেরিকার দেশটিতে রীতিমতো তাণ্ডব চালাচ্ছে করোনা মহামারি। সোয়া তিন কোটি জনসংখ্যার দেশটিতে এ পর্যন্ত ১২ লাখের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন অন্তত ৪৩ হাজার ৭০০ জন। সেখানকার হাসপাতালগুলোতে উপচেপড়া রোগীর ভিড়। এ অবস্থায় মাত্র তিন লাখ ডোজ হাতে নিয়ে গত ৮ ফেব্রুয়ারি থেকে স্বাস্থ্যসেবা কর্মীদের অগ্রাধিকার ভিত্তিতে ভ্যাকসিন প্রদান শুরু হয়। এর মধ্যেই অনেক শীর্ষ নেতা নিয়ম বহির্ভূতভাবে আগেভাগে ভ্যাকসিন নিয়েছেন খবর প্রকাশের পর ক্ষোভ ছড়িয়ে পড়ে দেশটিতে। এই কেলেঙ্কারিতেই পদ হারিয়েছেন পেরুর সাবেক প্রেসিডেন্ট মার্টিন ভিজকারা।
জানা গেছে, মার্টিন ভিজকারা গত অক্টোবরে চীনা প্রতিষ্ঠান সিনোফার্মের ভ্যাকসিন নিয়েছিলেন । এর কয়েক সপ্তাহ পরেই ‘নৈতিকভাবে অযোগ্য’ অভিযোগে অভিশংসনের শিকার হন ৫৭ বছর বয়সী এ নেতা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct