আপনজন ডেস্ক: হাদিয়া ন্যাশনাল এডুকেশন কাউন্সিলের সহযোগিতায় বার্ষিক প্রতিযোগিতা ও সেমিনার অনুষ্ঠিত হয় মধ্যমগ্রামের কুস্তিয়া গাববেড়িয়া ঈদগাহ ময়দানে। উত্তর ২৪ পরগনার কেরালা মডেলের বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এদিন কেরাত, গজল, মুকালামা, তাৎক্ষণিক বক্তৃতা, আজান, কুইজ, বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিটি ইভেন্টে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকারী দেশ পুরস্কৃত করা হয় এবং একটি মাদ্রাসার ছাত্রীদের চ্যাম্পিয়ন পুরস্কারে পুরষ্কৃত করা হয়। বঙ্গনূর সম্পাদক মুফতি আব্দুল মাতিন সাহেব বলেন, দীর্ঘ তিন বছর আমরা মক্তব গুলোর মাধ্যমে প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষক নির্বাচিত করে কেরালার মডেলে ইসলামিক শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষার ব্যবস্থা করেছি। আমার স্বপ্ন, এই সমস্ত প্রতিষ্ঠান থেকে এরা আইপিএস, ডব্লিউ বি সি এস, ডাক্তার ইঞ্জিনিয়ার সমাজকর্মী সাংবাদিক তৈরি হবে। সিরাত সম্পাদক, শিক্ষক আবু সিদ্দিক খান বলেন, আমাদের সন্তানদেরকে আসল সম্পদ ভেবে, আদর্শ এবং গুণগত মানের শিক্ষা প্রদান করতে হবে। সেমিনারে উপস্থিত ছিলেন কেরালার অধ্যাপক মুনসুর হুদাইবী, মোহাম্মদ আলী, শিক্ষক মুসা হক, মাওলানা মোহাম্মদ রাকিব, সাংবাদিক মিনাউল ইসলাম প্রমুখ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct