রাকিবুল ইসলাম, বহরমপুর: রবিবার মুর্শিদাবাদের হরিহরপাড়া ব্লকের রুকুনপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রুকুনপুর হাইস্কুল প্রাঙ্গনে ৬০ ঊর্ধ্বের ব্যক্তিদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হল।আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বয়স্ক ব্যক্তিদেরকে নিয়ে ভোটব্যাঙ্ক বাড়ানোর জন্য কোমর বেঁধে মাঠে নেমে পড়েছে তৃণমূল কংগ্রেস।
রুকুনপুর অঞ্চল সভাপতি সাফিনুল বিশ্বাস বলেন ৬০ ঊর্ধ্বের ব্যাক্তিদের ডেকে ছিলাম একটা আলোচনা সভার নামে তাদের বার্ধক্য ভাতা নানা রকম সমস্যা নিয়ে। তিনি বলেন আমাদের এলাকায় বিধায়ক নিয়ামত শেখ যেভাবে উন্নয়ন করেছে এবং মুখ্যমন্ত্রীর উন্নয়ন সাধারণ মানুষের ঘরে ঘরে পৌঁছেছে। আমরা বারোশো মানুষকে ডেকে ছিলাম সেখানে দুই হাজারের বেশি লোক হয়েছে আমরা খুব খুশি। আমার রুকুনপুর অঞ্চলে বিরোধীরা যা চাইছে সেটা কোনদিন হবেনা রুকুনপুর অঞ্চল কংগ্রেস শূন্য।
ব্লক সভাপতি শামসুজ্জোহা বিশ্বাস বলেন আমাদের এই সভাতেই প্রমাণ করছে আগামী বিধানসভায় জয়লাভ হবেই। বিধায়ক নিয়ামত শেখ বলেন বয়স্ক যে ব্যাক্তিরা বিধবা বার্ধক্য ভাতা যারা পাপপো তাদেরকে নিয়ে এই সভা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন পশ্চিমবাংলার কেউ বার্ধক্য ভাতা থেকে বাদ থাকবেনা সকলেই পাবে। তাই আজ উৎসাহের সঙ্গে আমরা ডেকে ছিলাম খুব উৎসাহ নিয়ে মানুষ এসেছিল এই সভায়। তিনি বলেন কংগ্রেস সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে বার্ধক্য ভাতা করে দেবো বলে কাগজপত্র নিয়ে। কংগ্রেস কেন্দ্রে আছে না রাজ্যে আছে কংগ্রেসের কোন ক্ষমতা নেই।
ব্লক কংগ্রেস সভাপতি মীর আলমগীর বলেন আমাদের কর্মীরা যাদের কাগজ নিয়েছে তাদের বার্ধক্য ভাতা করে দেয়া হয়েছে। তিনি বলেন দোয়ারে সরকার প্রকল্পের ক্যাম্পে পঞ্চায়েতের টাকায় তৃণমূল কর্মীরা বিরিয়ানি খেয়েছি। আমাদের কংগ্রেস কর্মীরা প্রত্যেকটা দুয়ারে সরকার প্রকল্পের ক্যাম্পে সাধারণ মানুষের স্বার্থে সারাদিন ফরম ফিলাপ করে দিয়েছে।
উপস্থিত ছিলেন হরিহরপাড়ার বিধায়ক নিয়ামত শেখ, ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শামসুজ্জ্বহা বিশ্বাস, যুব ব্লক তৃণমূল সভাপতি জিল্লার রহমান, কোর কমিটির সদস্য জয়নাল আবেদীন, রুকুনপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সাফিনুল বিশ্বাস, রুকুনপুর পঞ্চায়েত প্রধান শুভঙ্কর দাস সহ অন্যান্য নেতাকর্মীরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct