সজিবুল ইসলাম, ডোমকল: আসন্ন বিধানসভাকে সামনে রেখে তৃণমূল সংগঠনকে আরও মজবুত ও শক্তিশালী করতে কর্মীদের নিয়ে আঞ্চল ভিত্তিক কর্মী সম্মেলন করলেন ডোমকল ব্লক গরিবপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস।আজকের এই কর্মী সম্মেলনের মঞ্চ থেকে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব বলেন কিছু নেতা দলের সঙ্গে গাদ্দারি করে বিজেপিতে যোগদান করলেও সাধারণ মানুষ আস্থা রেখেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর।তৃতীয়বারের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হবে।তবে আমাদের বুথে বুথে গিয়ে মানুষের সাথে কথা বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্ননের কথা তুলে ধরতে হবে। সাম্প্রদায়িক শক্তি বিজেপির বিরুদ্ধে লড়াই করতে হবে। পাশাপাশি বাম কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করে প্রতিটি আসনেই তৃণমূল কংগ্রেস প্রার্থী দের জিতিয়ে তুলতে হবে। সম্মেলনে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ আবু তাহের খান,নদীয়া জেলার মহিলা নেত্রী টিনা ভৌমিক সাহা, ডোমকল ব্লক সভাপতি হাজিকুল ইসলাম, ডোমকল টাউন সভাপতি কামরুজ্জামান মন্ডল পৌরসভার পৌর পিতা জাফিকুল ইসলাম। এছাড়া জেলা নেতৃত্ব মাসাদুল হক টনি ও আনারুল ইসলাম প্রমুখ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct