ওবাইদুল্লা লস্কর, ডায়মন্ডহারবার: কেন্দ্রীয় সরকারের আনা নতুন কৃষি বিলের বিরুদ্ধে মহিলা তৃণমূল কংগ্রেসের মিছিলে হাঁটার সময় যানজটে পড়ে মেজাজ হারান মন্ত্রী গিয়াস উদ্দিন মোল্লা। মিছিল চলাকালীন এবং মিছিল শেষে পথসভার মঞ্চে উঠে পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ উগরে দেন রাজ্যের সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী গিয়াস উদ্দিন মোল্লা। পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুললেন, তারা কথা শুনছে না।
মগরাহাট পশ্চিম বিধানসভার মহিলা তৃণমূল কংগ্রেসের ডাকে। কেন্দ্র সরকারের নতুন কৃষি আইন আনার বিরুদ্ধে উস্তি তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে সামনে থেকে মিছিল শুরু হয় , মিছিলে যোগদেন রাজ্যের সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী তথা মগরাহাট পশ্চিম বিধানসভার বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লা। এদিন মিছিল শুরুতে উস্তিতে ব্যাপক যানজট হয়, মিছিল শুরু থেকে যানজট হওয়ার জন্য মেজাজ হারান মন্ত্রী গিয়াস উদ্দিন মোল্লা। মিছিল চলাকালীন পুলিশকে কড়া ভাষায় হুঁশিয়ারি দেন। মিছিল শেষে উস্তিতে এক পদসভায় আবারও পুলিশের বিরুদ্ধে অভিযোগ তোলেন। মন্ত্রী গিয়াস উদ্দিন মোল্লা বলেন , মিছিল হবে আগে থেকে উস্তি থানায় জানানো হয় তার পরও কোন পদক্ষেপ নেয়নি কেবল মাত্র কয়েকটা সিভিক দিয়ে দায় সারছে। এক শ্রেণীর পুলিশ তৃণমূলের বিরুদ্ধে কাজ করছে। এটা ঠিক হচ্ছে না মিছিল হবে আগে থেকে জানানো হলেও কেন পুলিশ দায়িত্ব নিয়ে কাজ করছে না। তারা কথা শুনছে না বলে পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ উগরে দেন। যদিও সভা শেষে সাংবাদিকের জানান ভুল বোঝাবুঝির জন্য এটা হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct