আপনজন ডেস্ক: সৌদি আরবে করোনার সংক্রমণ রোধে জারি করা বিধিনিষেধের কারণে সৌদি আরবের রিয়াদ এবং রিজেন শহরের পাঁচটি মসজিদ সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়েছে। শনিবার মসজিদগুলো বন্ধ করা হয় বলে দেশটির ইসলামবিষয়ক মন্ত্রীর বক্তব্য তুলে ধরে আরবি দৈনিক সাবাক নিউজ জানিয়েছে।
সেই সঙ্গে করোনার সংক্রমণ রোধে জারি করা বিধিনিষেধের মেয়াদ আর ২০ দিন বাড়ানো হয়েছে। স্থানীয় সময় রবিবার রাত দশটা থেকে সতর্কতামূলক এই পদক্ষেপ কার্যকর হবে। গত ছয় দিনে ৫৭টি মসজিদ অস্থায়ীভাবে বন্ধ করার পর সেখানে সেনিটাইজসহ সব বিষয়ে সতর্কতা অবলম্বন করা হচ্ছে। যার মধ্যে ৪৪টি মসজিদ খুলে দেয়া হয়েছে। মসজিদ বন্ধ রাখার বিষয়ে ইসলামবিষয়ক মন্ত্রী বলেন, কোনো এলাকায় যখন অনেক আক্রান্তের খবর আমরা নিশ্চিত হই, তখনই ওই এলাকার মসজিদ বন্ধের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়। সামাজিক দূরত্ব বজায় রাখাসহ স্বাস্থ্যবিধি মানার বিষয়টি নিশ্চিত করায় ইতিমধ্যে ৪৪টি মসজিদ ফের খুলে দেয়া হয়েছে।
উল্লেখ্য, সৌদি আরবে নামাজের জামাতে ইসলামবিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে বেশ কয়েকটি বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
এর মধ্যে অন্যতম হলো, বাড়ি থেকে ওজু করে মুসল্লি নিজের জায়নামাজ সঙ্গে নিয়ে আসবে। এছাড়া দুই মুসল্লির মাঝে কমপক্ষে দেড় মিটার দূরত্ব বজায় রাখতে হবে।
অন্যদিকে জানুয়ারিতে করোনায় আক্রান্তের সংখ্যা বৃদ্ধির পর ৪ ফেব্রুয়ারি ১০ দিনের বিধিনিষেধ আরোপ করে সৌদি সরকার। কিন্তু সংক্রমণের গতি না কমায় আবার তা বাড়ানো হলো। সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রের বরাতে আল আরাবিয়া সংবাদমাধ্যম জানায়, বর্ধিত বিধিনিষেধের আওতায় লোকসমাগম, বিনোদন ও প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বন্ধ থাকবে চলচ্চিত্র প্রেক্ষাগৃহ ও রেস্তোরাঁ।
সূত্র জানায়, দেশে করোনায় আক্রান্তের সংখ্যা যাতে না বাড়ে সেজন্য দেশটির জনগণকে এসব বিধিনিষেধ মেনে চলার আহ্বান জানিয়েছে সরকার।
গত মাসে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হচ্ছে না। ৩১ মার্চের পরিবর্তে ১৭ মে পর্যন্ত দেশটির সীমান্ত বন্ধ থাকবে।
ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুসারে, সৌদি আরবে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৭২ হাজার ৪১০। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৩ লাখ ৬৩ হাজার ৩০৩ জন এবং মৃত্যু হয়েছে ৬ হাজার ৪২৯ জনের।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct