আপনজন ডেস্ক: কোথায় আছি, আদৌ ঠিক রাস্তায় যাচ্ছি কী না, আর কতটা পথ বাকি - এসবের সমাধান করে দিতে পারে Google Map। এবার সেই গুগল ম্যাপকে টেক্কা দিতে আসছে তার মেড ইন ইন্ডিয়া ভার্সন, সৌজন্যে MapMyIndia।তবে শুধুই লোকেশন নয়। সেই লোকেশনের আবহাওয়া, দূষণ সংক্রান্ত তথ্য, জমি নীতি সংক্রান্ত তথ্য, চাষাবাদের খবর, প্রাকৃতিক বিপর্যয়ের আগাম পূর্বাভাস সবই জানাবে ওই অ্যাপ।
ইতিমধ্যেই Google Map-এর বিকল্প স্বদেশি অ্যাপ আনতে জোরকদমে কাজ শুরু করে দিয়েছে MapMyIndia। আর সেই কাজের জন্য তারা গাঁটছড়া বেঁধেছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গ্যানাইজেশন বা ISRO-র সঙ্গে। সূত্রের খবর, এই দুই সংস্থা একসঙ্গে স্বদেশি ম্যাপিং সলিউশন ডেভেলপ করবে। ISRO এবং MapMyIndia-র এই নয়া পদক্ষেপ আত্মনির্ভর ভারতের অঙ্গ।
MapMyIndia-র সিইও রোহন ভার্মার কথায়, ‘এবার থেকে ম্যাপ দেখতে হলে আর Google-এর উপরে ভরসা করার কোনও প্রয়োজন নেই।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct