আপনজন ডেস্ক: পুলিশে সংখ্যালঘু ছেলে মেয়েদের উপস্থিতি একেবারেই হাতেগোনা। যারা প্রস্তুতি নেয় তারা আবার সঠিক প্রশিক্ষণের অভাবে প্রতিযোগিতায় টিকে থাকতে পারেনা। তবে এবার সংখ্যালঘু যুবক যুবতীদের একদম নিখরচায় পুলিশ কনস্টেবল পরীক্ষার প্রশিক্ষণ দেবে পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগম। সম্প্রতি ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড প্রায় ১০ হাজার রাজ্য পুলিশের সাব ইন্সপেক্টর ও কনস্টেবলের শূন্যপদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। এর মধ্যে কনস্টেবলের জন্য শূন্যপদ ৮৬৩২ টি। যেটির আবেদনের শেষ তারিখ ২০ ফেব্রুয়ারী। উল্লেখ্য, বহুদিন পর পুলিশে এত বেশি পরিমাণ শূণ্য পদে নিয়োগ হতে যাচ্ছে, তাই চাকরি পরীক্ষার্থীদের কাছে চাকরি পাওয়ার এটি একটি সুবর্ণ সুযোগ।
পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগম কনস্টেবল পদের জন্য আবেদনকারী চাকরিপ্রার্থীদের সম্পূর্ণ নিখরচায় পরীক্ষায় সাফল্যের জন্য প্রস্তুত করবে। নিগমের তরফ থেকে প্রতিটি জেলার সদর শহরে সপ্তাহে দুই থেকে তিন দিন এর জন্য কোচিং ক্লাস করা হবে বলে জানানো হয়েছে। কোচিং ক্লাসের জন্য ইচ্ছুক সংখ্যালঘু (মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, পারসী ও শিখ ) যুবক যুবতীদের আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে www.wbmdfc.org এ আবেদন করতে বলা হয়েছে। এছাড়া ৮৫৮৫৮৫৯৯৭১ এ ফোন করে অথবা ৭৪৩৯৬৮৫৭৮৫ এ হোয়াটসঅ্যাপ করেও কোচিং ক্লাস সম্পর্কে বিশদে চাকরিপ্রার্থীরা জানতে পারবে।
তবে কোচিং ক্লাসে অংশ নেওয়ার জন্য কারা যোগ্য নিগমের তরফ থেকে বিজ্ঞাপনে তা স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে। ১ লা জানুয়ারি ২০২১ পর্যন্ত যাদের বয়স ১৮ থেকে ২৭ এর মধ্যে (সরকারি নিয়ম অনুযায়ী বয়সের উপর ছাড় আছে ), ন্যূনতম মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ, যে পুরুষদের উচ্চতা ১৬৭ সেমি, মহিলাদের ১৬০ সেমি ( গোর্খা ও গারওয়ালিদের ক্ষেত্রে পুরুষদের উচ্চতা ১৬০ সেমি ও মহিলাদের উচ্চতা ১৫২ সেমি), যে সমস্ত পুরুষদের দৌড়ের ক্ষমতা ১৬০০ মিটার, মহিলাদের ৮০০ মিটার, একমাত্র তারাই এই কোচিং ক্লাসে যোগ দেওয়ার জন্য যোগ্য বলে বিবেচিত হবেন। ২০১৯ সালে বিত্ত নিগমের প্রশিক্ষণ নিয়ে বর্তমান আসানসোলে কর্মরত পুলিশ কনস্টেবল আব্দুল আজিজ প্রতিবেদককে বলেন, বিত্ত নিগমে বিনা পয়সায় প্রশিক্ষণ নেওয়ার সুযোগ না পেলে আমি হয়তো চাকরিটাই পেতাম না। কেননা নুন আনতে পান্তা ফুরোন সংসারে আমার পক্ষে অর্থ খরচ করে প্রশিক্ষণ নেওয়া সম্ভব ছিল না।" তিনি আরো বলেন, বেশিরভাগ প্রার্থী দৌড় প্রতিযোগিতায় পিছিয়ে থাকেন। আর যে কারনে তারা চাকরি পাননা। সেখানে বিত্ত নিগম অভিজ্ঞ প্রশিক্ষকের মাধ্যমে ধারাবাহিক প্রশিক্ষণ দিয়ে প্রার্থীদেরকে প্রতিযোগীতার উপযোগী করে তোলার চেষ্টা করে থাকে। বিত্ত নিগমের জেনারেল ম্যানেজার সামসুর রহমান বলেন, "গত তিন বছর ধরে সংখ্যালঘু ছেলে মেয়েদের জন্য আমরা এই প্রশিক্ষণের ব্যবস্থা করে আসছি। এবারও জেলা ভিত্তিক কয়েক হাজার ছেলে মেয়েকে প্রশিক্ষণ দেওয়া হবে, যাতে করে তারা সঠিকভাবে নিজেদের যোগ্যতা প্রমাণ করতে পারেন।"
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct