সেখ সামসুদ্দিন, মেমারি: দেশ ও রাজ্যে কর্পোরেট স্বার্থে শ্রমিক-কৃষকদের ভাতে মারা চক্রান্তের অভিযোগ তুলে তার সরব হল সিপিএমের মেমারি ১ পূর্ব ও পশ্চিম লোকাল কমিটি। ‘তোলাবাজ তৃণমূল নয়, দাঙ্গাবাজ বিজেপি নয়, ফেরাতে হাল ধরো লাল’ স্লোগানে মেমারি নতুন বাসস্ট্যান্ডে জনসভা করা হয় সিপিএমের উদ্যোগে। পূর্ব বর্ধমান জেলা সম্পাদকমন্ডলীর সদস্য অভিজিৎ কোঙারের সভাপতিত্বে জনসভায় প্রধান বক্তা ছিলেন সিপিএমের রাজ্য নেতা সুজন চক্রবর্তী। উপস্থিত ছিলেন সিপিএম নেতা অমল হালদার, প্রাক্তন সাংসদ সাইদুল হক, প্রাক্তন বিধায়ক সন্ধ্যা ভট্টাচার্য ও মহারানী কোঙার, জেলা সম্পাদকমন্ডলীর অপর সদস্য সনৎ ব্যানার্জী প্রমুখ।
জনসভায় সিপিআইএম নেতা অমল হালদার কৃষিবিল, মূল্য বৃদ্ধির প্রতিবাদে আগামী ১৮ ফেব্রুয়ারি বামসংযুক্ত মোর্চার পক্ষ থেকে রাজ্যে রেল অবরোধ কর্মসূচির ঘোষণা করেন। সুজন চক্রবর্তী বক্তব্যের শুরুতেই বলেন, রাজ্যে একটা ইতরের দল সরকার চালাচ্ছে, একুশের নির্বাচনে চৌদ্দ তলা থেকে তাড়াতে হবে। তিনি দাবি করেন ২০২ ১শে তৃণমূল যাবে ও ২০২৪ শে ট্রাম্পের মতো বিদায় নেবে মোদীর সরকার। সুজন চক্রবর্তীর আশা একুশে বামপন্থীরা সরকারে আসবে এবং ক্ষমতাই এসে প্রথম কাজ হবে রাজ্যে তোলাবাজি বন্ধ করা।
দ্বিতীয় মিথ্যা মামলা থেকে অব্যাহতি দেয়া, তৃতীয় কাজ তিন মাসের মধ্যে পঞ্চায়েত পুরসভাগুলিতে নির্বাচনের সরকার নিয়ে আসা। চতুর্থ কাজ বিদ্যুৎ খরচ দুশো ইউনিট পর্যন্ত পঞ্চাশ শতাংশ কমিয়ে দেয়া, পঞ্চম কাজ সিভিক সহ চুক্তিভিত্তিক কর্মীদের ন্যূনতম বেতনক্রম চালু করা এবং ষষ্ঠ কাজ হবে প্রতি বছর চাকরির পরীক্ষা চালু করে নিয়োগ করা। এগুলি নির্বাচনী ইস্তেহার হিসাবে বিবেচ্য বলে জানান সুজন চক্রবর্তী।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct