এহসানুল হক, বসিরহাট: দীর্ঘ এগারো মাস পর শুক্রবার থেকে রাজ্যজুড়ে আংশিক ভাবে খুলে গেল স্কুল। অনলাইন ক্লাসের মানসিক চাপ কাটিয়ে ফের সত্যি সত্যি ক্লাসে ফিরল পড়ুয়ারা। চেনা ক্লাসরুম, বেঞ্চের ধুলো সরিয়ে শুরু হল পঠনপাঠন। তবে কোভিড-উত্তর স্কুলের ছবি আগের থেকে অনেক আলাদা। সকলের মাস্কে ঢাকা মুখ, কোথাও কোথাও বসানো হয়েছে স্যানিটাইজারের যন্ত্র। মেনে চলতে হচ্ছে দূরত্ববিধি।
বন্ধুদের সঙ্গে হইহুল্লোড়ের সুযোগ না থাকলেও এতদিন পর দু’দণ্ড দাঁড়িয়ে কথা বলতে পেরে, চেনা ব্ল্যাকবোর্ড আর শিক্ষকের সামনে বসে পড়া বোঝায় সুযোগ পেয়ে স্বস্তিতে পড়ুয়ারা। ঘটনাচক্রে, স্কুল খোলার দিনই হরতাল ডেকেছে বামদলগুলি। সমর্থন করেছে তাদের জোটসঙ্গী কংগ্রেসও। ফলে আশঙ্কা ছিল, ক্লাস আদৌ শুরু হবে কি না তা নিয়ে। কিন্তু বসিরহাট ও তার পার্শ্ববর্তী এলাকার স্কুলগুলি মনের জোর নিয়েই খুলে দিয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের দরজা। পড়ুয়ারাও এসেছে।
কারণ, অনলাইন ক্লাসে হাঁফিয়ে উঠেছিল তারা। সেই সব নিয়ম মেনেই শুক্রবার থেকে স্কুল খুলল। বসিরহাট হাইস্কুল,হরিমোহন দালাল,টাউন হাইস্কুল, পিফা বি এম হাইস্কুল সহ চেনা ভিড় না থাকলেও পড়ুয়াদের হাজিরা ছিল চোখে পড়ার মতো। নবম-দশম এবং একাদশ-দ্বাদশের ক্লাস শুরু হয়েছে সময়মতোই। স্কুলে পৌঁছে উচ্ছ্বসিত নবম শ্রেণির ছাত্রী রোকেয়া খাতুন, নদী বসু, দীপঙ্কর হালদাররা বলল, ‘‘অনলাইনের ক্লাসে এতদিন পড়াশোনা ঠিকমতো হচ্ছিল না। ইন্টারনেটের সমস্যা লেগেই থাকত।
পুরনো পদ্ধতিতে ক্লাস চালু হওয়ায় এ বার ফের মন ফিরবে পড়ার বইয়ে।’’ স্কুলগুলির তরফেও শিক্ষা দফতরের দেওয়া নির্দেশিকা মেনে আলাদা করে করোনা-পরবর্তী সময়ের জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে। একটি বেঞ্চের দু’পাশে বসছে একজন করে। কোথাও আবার আলাদা আলাদা চেয়ার টেবিলে দূরত্ব মেনে বসছে পড়ুয়ারা এমনি কথা জানালেন পিফা বি এম হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অশোক মন্ডল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct