আপনজন ডেস্ক: ভারতের জমি চিনের হাতে তুলে দিচ্ছে মোদি সরকার। শুক্রবার অধীর চৌধুরী ও রণদীপ সিংহ সুরজেওয়ালাকে পাশে বসিয়ে সাংবাদিক বৈঠক করে এমনই অভিযোগ করেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। রাহুলের প্রশ্ন, এতদিন ফিঙ্গার ৪-এ ভারতীয় সেনা থাকতো। কিন্তু রাজনাথ সিংহ বলেছেন, এ বার ভারতীয় সেনা সরে এসে ফিঙ্গার ৩-এ ঘাঁটি তৈরি করবে। কেন চীনকে ভারতীয় ভূখণ্ড এভাবে ছেড়ে দিচ্ছে মোদি সরকার? সেই প্রশ্ন তোলেন তিনি।
এ ব্যাপারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভীতু আখ্যা দিয়ে রাহুল বলেন, প্রধানমন্ত্রী ভীতু বলে চিনের বিরুদ্ধে কথা বলতে পারেন না। মোদি ভারতীয় সেনাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন, কোনও ভারতীয় াত মেনে নেবে না। এ ব্যাপারে মোদির বিবৃতি দাবি করেন রাহুল।
উল্লেখ্য, কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ বৃহস্পতিবার সংসদে বলেছিলেন, ভারত ও চিন সেনা সরানোর বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে।
কিন্তু কংগ্রেস মনে করছে, শান্তিপূর্ণ সহাবস্থানের নামে ভারতের জাতীয় নিরাপত্তাকে প্রশ্নের মুখে ফেলছে কেন্দ্র। আর সেই নিয়েই তোপ কংগ্রেসের মুখপাত্র রণদীপ সিংহ সুরজেওয়ালা থেকে রাহুল গান্ধী সকলেরই।
রাজনাথ সিংহের ভাষণের প্রেক্ষিতে কংগ্রেসের তরফ থেকে একাধিক প্রশ্ন তোলা হয়েছে। এই সূত্রেই ৮ প্রশ্নের একটি তালিকা কেন্দ্রের দিকে ছুঁড়েছেন কংগ্রেসের মুখপাত্র রণদীপ সিংহ সুরজেওয়ালা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct