আপনজন ডেস্ক: আফগানিস্তানের রাজধানী কাবুলে এবার আক্রমণের শিকার হল রাষ্ট্রসংঘের কনভয়। এই দুষ্কৃতি হামলায় অন্তত পাঁচজন প্রাণ হারিয়েছেন। নিহতরা সবাই রাষ্ট্রসংঘের ওই কনভয়ে নিরাপত্তার দায়িত্বে ছিলেন।
জানা গেছে, বৃহস্পতিবার কাবুল থেকে প্রায় ৬০ কিলোমিটার পূর্বে সুরোবি জেলার তাং-এ-হাব্রেশিম এলাকায় জাতিসংঘের গাড়িবহরে হামলা চালায় দুর্বৃত্তরা। এসময় এক গাড়িচালক নিহত হলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। এতে প্রাণ হারান গাড়ির আরও চার আরোহী।
এ ব্যাপারে আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, এ হামলায় তালিবানরা জড়িত। যদিও তালিবানরা এই হামলার দায় অস্বীকার করেছে। তবে হামলায় রাষ্ট্রসংঘের কোনও কর্মকর্তা হতাহত হননি বলেও নিশ্চিত করেছে ইউএনএএমএ।
প্রায় এক বছর আগে মার্কিন সেনা প্রত্যাহারে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে তালিবানের চুক্তির পর থেকে আফগানিস্তানে বিদেশি বাহিনী ও কর্মকর্তাদের ওপর হামলার ঘটনা খুব একটা দেখা যায়নি। তবে গত কয়েক সপ্তাহ ধরে সেখানে আবারো হামলা-সহিংসতা বেড়ে গেছে। গত সপ্তাহেই আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশে পরপর তিনটি বিস্ফোরণে অন্তত তিনজন প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন আরও দু’জন। এছাড়া, নানগারহার প্রদেশে পৃথক তিনটি বিস্ফোরণে দুইজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct