নাজিম আক্তার, চাঁচল: বেতন কম পাওয়ায় কর্মবিরতি করল মালদহের চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালের প্রায় ১৫৫ জন পুরষ ও মহিলা অস্থায়ী কর্মী ৷ মাসের শেষে একাধিক কর্মীর বেতনে কাটছাঁট করে দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলে ও নিজেদের দাবিতে অনড় থেকে কর্মবিরতি করেন হাসপাতালের কর্মীরা। বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে হাসপাতালের মূল ফটকে বসে বিক্ষোভ দেখান তাঁরা ৷ বিক্ষোভকারীদের নাজমিন বেগম,শম্ভু চৌহানের অভিযোগ, গত চার বছর ধরে এই হাসপাতালে পরিষেবা দিয়ে এলেও তাঁদের বেতনে কারচুপি করছে ঠিকাদার কর্তৃপক্ষ ৷ বিঠিকা কোম্পানির সুপারভাইজার মোস্তাফিজুর রহমানের অভিযোগ, হাসপাতালে প্রায় ১৫৬ জন অসস্থায়ী কর্মী রয়েছে, জানুয়ারি মাসের বেতনে সকলেরই ১৫০০-২০০০ টাকা কাটা হয়েছে। টাকা কি কারনে কাটা হল তা এখনো সুদুত্তর মেলেনি কর্তৃপক্ষের কাছ থেকে। তাই আজ আমরা সব কর্মীরা কাজ স্থগিত রেখে বিক্ষোভ করছি। চাঁচল হাসপাতালের নবনিযুক্ত সুপার ডাঃ লায়েক আলি জানান,একটু বিক্ষোভ হয়েছে আমরা বিষয়টি স্বাস্থ্য ভবনকে জানিয়েছি।
অস্থায়ী কর্মীদের বেতন নিয়ে কোম্পানিকেও জানানো হয়েছে।বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে দাবি করেছে সুপার।তবে সকাল দশটা থেকে দুপুর দুটো পর্যন্ত বিক্ষোভ চলতে থাকলেও কর্তৃপক্ষরা কেউ খোঁজ নেননি বলে অভিযোগ অস্থায়ী কর্মীদের।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct