এহসানুল হক, বসিরহাট: ঘোজাডাঙ্গা সীমান্তে ট্রাকচালকদের হেনস্থা ও মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ বিএসএফের বিরুদ্ধে। প্রতিবাদ জানিয়ে সীমান্তবানিজ্য বন্ধ করে পথ অবরোধে নামল ট্রাকচালকদের পরিবাররা। বিএসএফ সূত্রে জানা যায় একটি ট্রাকে করে বেশকিছু ফেন্সিডিল ও মাদক ট্রাকে নিয়ে যাবার সময় গ্রেফতার করা হয় ওই গাড়ির চালক ও খালাসী কে। কেন ট্রাক চালক ও খালাসী কে গ্রেফতার করা হল জবাব দিতে হবে ওই সমস্ত বিএসএফ দের এই ঘটনার প্রতিবাদে রাস্তা অবরোধ শুরু করেন ট্রাক চালকদের এক অংশ ও তাদের পরিবাররা। রাস্তা অবরোধ কারীদের কাছ থেকে জানা যায় বিএসএফের তরফ থেকে গাড়ি চেকিং করার নামে ট্রাকচালকদের হয়রানি করা হচ্ছে দীর্ঘদিন ধরেই। এবং চেকিং এর নাম ও নানান বিষয় অজুহাত তুলে দীর্ঘক্ষন রাস্তায় দাঁড় করিয়ে রাখা হয় মালবাহী ট্রাক গুলিকে। তাতে করে লোকসানের মুখে পড়তে হয় ওই সমস্ত গাড়ির মালিক ও চালকদের।
এইসব ঘটনার প্রতিবাদ করা হলে মিথ্যা কেজে ফাঁসি দেওয়া হচ্ছে বলে জানান বিক্ষোভকারীরা। এছাড়াও তাদের দাবি যতক্ষণ না পর্যন্ত ওই ড্রাইভার খালাসী কে না ছাড়া হবে তাদের পক্ষ থেকে ততক্ষণ রাস্তা অবরোধ চালিয়ে যাব এমনই দাবি বিক্ষোভকারীদের। এরপর স্থানীয় প্রশাসনের তরফ থেকে বিক্ষোভকারীদের বলা হয় যে চালকো ও খালাসী আদৌ দোষী কিনা সরজমিনে খতিয়ে দেখা হবে বলে জানান। এই কোথায় আশ্বাসতো হয়ে বিক্ষোভকারীরা রাস্তা অবরোধ তুলে নেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct