জুলফিকার মোল্যা, হিঙ্গলগঞ্জ: আর্সেনিক মুক্ত জল সরবরাহ করতে সুন্দরবন অঞ্চলের প্রত্যন্ত এলাকায় হিঙ্গললগঞ্জে আর্সেনিকমুক্ত জলের ব্যবস্থা করল প্রশাসন। বিগত কয়েক বছর ধরে জল সংকট দেখা গিয়েছিল ওই সমস্ত এলাকায়।
গ্রাম গঞ্জের জল সংকট পরিস্থিতিতে পানীয় জল পৌঁছে দেওয়ার লক্ষ্যে মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন প্রকল্পকে সামনে রেখে জলের ব্যবস্থা করল স্থানীয় প্রশাসন। সুন্দরবন এলাকার হিঙ্গলগঞ্জে জল সংকট কয়েক বছর ধরে দেখাগিয়েছিল। এলাকার অনেক দূর থেকে মানুষ সাইকেলে, মোটর সাইকেলে জল নিতে যেতেন। অনেক সময় গ্রীষ্মের দাবদাহে জলের স্তর নিচে নেমে যাওয়ায় হ্যান্ড কল থেকে জল ওঠে না। অগত্যা অনেকে বাধ্য হয়ে অনেকে দূরে যেতেন জলের খোঁজে। আবার অনেকে হতাশ হয়ে বাড়িতে ফিরতেন।
পাশাপাশি হ্যান্ড কলে অতিরিক্ত ধকল পড়ায় দিনের বেশিরভাগ সময় খারাপ হয়ে যেত। একবার খারাপ হলে মেরামত করতে সরকারি দপ্তর থেকে অনেক দেরি হত। কখনো কোন কোনও ক্লাব বা স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে চাঁদা তুলে ওই সমস্ত কল সারাতে হত। দিনের পর দিন এই জলের সমস্যা কাটাতে হয়েছে গ্রামের মানুষদের। জলের দাবি জানিয়ে অনেকবার সরকারি দপ্তরে জানিয়েছিলেন বলে জানান স্থানীয় বাসিন্দারা। এবার জল সংকট সমস্যায় অবসান ঘটিয়ে জলের ব্যবস্থা করা হলো ওর সমস্ত এলাকায়। আর্সেনিকমুক্ত পরিশ্রুত পানীয় জল পৌঁছে দিতে কাজ শুরু করলো হিঙ্গলগঞ্জ ব্লক প্রশাসন। জানা গিয়েছে হিঙ্গলগঞ্জ ব্লকের স্যান্ডেলেরবিল সহ বেশ কয়েকটি গ্রামে বাড়ি বাড়ি পাইপ লাইনের মাধ্যমে এই জল পৌঁছে গেছে।
বাড়িতে পাইপ লাইনের মাধ্যমে জলের কল বাসায় খুশি এলাকাবাসী। স্থানীয় সরস্বতী মন্ডল জানান, গ্রামের জনঘনত্ব বেশি ও জলের কলের পরিমাণ কম হওয়ায় পাড়ার জলের কলে গিয়ে বহুক্ষণ দাঁড়িয়ে থাকতে হতো জল নেওয়ার জন্য। জলের ব্যবস্থা করায় আমরা খুবই খুশি।
স্যান্ডেল বিল গ্রাম পঞ্চায়েতের সদস্য মৃত্যুঞ্জয় মন্ডল জানান আমাদের গ্রামে বেশিরভাগ পরিবারে এই জলের পরিষেবা পেয়ে গেছে। আগামী দিন আমরা প্রতিটি ঘরে যেন আর্সেনিকমুক্ত পরিস্তত পানীয় জল প্রতিটি ঘরে পৌঁছে দেওয়াই লক্ষ্য।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct