আপনজন ডেস্ক: ১১৭তম জন্মদিন পালনের আগে আগে করোনা ভাইরাসকে হার মানিয়েছেন। গত ১৬ জানুয়ারি তিনি কোভিড-১৯ ‘পজিটিভি’ হয়েছিলেন। কিন্তু তার শরীরে কোনও উপসর্গ ছিল না।
সিস্টার আন্দ্রে ইউরোপের সবচেয়ে বয়স্ক মানুষ। তার প্রকৃত নাম ছিল লুসি হঁনদোন। ১৯৪৪ সালে গির্জার সেবিকার জীবন বেছে নিলে তার নাম হয় সিস্টার আন্দ্রে। নিজের কোভিড-১৯ এ আক্রান্ত হওয়ার অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে স্থানীয় সংবাদ মাধ্যমে তিনি বলেন, ‘‘আমি এমনকি বুঝতেও পারিনি যে আমি এ রোগে আক্রান্ত।”সিস্টার আন্দ্রে দক্ষিণ ফ্রান্সের তুলোঁ নগরীতে একটি ওল্ডহোমে থাকেন। কোভিড-১৯ ‘পজিটিভ’ হওয়ার পর তাকে হোমের অন্যান্য বাসিন্দাদের থেকে আলাদা করে রাখা হয়েছিল। তিনি এখন কোভিড ‘নেগিটিভ’ এবং সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন বলে বিশ্বাস চিকিৎসকদের। সিস্টার আন্দ্রে চোখে দেখতে পান না এবং হুইলচেয়ারে চলাফেরা করেন। বৃহস্পতিবার নিজের ১১৭তম জন্মদিন উদযাপনের অপেক্ষায় আছেন তিনি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct