আপনজন ডেস্ক: ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে ভারতের হারের পর বিরাট কোহলির টেস্ট অধিনায়কত্ব নিয়ে ওঠা প্রশ্ন নতুন মাত্রা পেয়েছে। প্রাক্তন ইংল্যান্ডে স্পিনার মন্টি পানেসার মনে করেন, ঘরের মাঠে সিরিজটি হারলে কোহলির নেতৃত্ব কেড়ে নেওয়া হতে পারে। অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জিতে আত্মবিশ্বাসের তুঙ্গে থাকা ভারত ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে পাত্তাই পায়নি। চেন্নাইয়ে মঙ্গলবার ইংল্যান্ডের কাছে হারে ২২৭ রানে। তাতে ছেদ পড়েছে ঘরের মাঠে তাদের টানা ১৪ টেস্টের অপরাজেয় যাত্রায়। চেন্নাইয়ে ১৯৯৯ সালের পর এটি তাদের প্রথম হার। কোহলির নেতৃত্বে এ নিয়ে টানা চার টেস্ট হারল ভারত। অস্ট্রেলিয়া সফরে প্রথম টেস্টে তার অধিনায়কত্বে ভারত বাজেভাবে হেরে যায় ৩৬ রানে অলআউট হওয়ার পর। এরপর ছুটিতে তিনি ফেরেন দেশে। ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে অজিঙ্কা রাহানের হাত ধরে ২-১ ব্যবধানে সিরিজ জেতে ভারত। সেখানে ব্যাটিংয়ের পাশাপাশি নেতৃত্বের কৌশল দিয়েও নজর কাড়েন রাহানে। এবারের অস্ট্রেলিয়া সফর থেকেই তার টেস্ট অধিনায়কত্ব পড়েছে আতশ কাঁচের নিচে। ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ জিততে না পারলে নেতৃত্বে পরিবর্তন আসতে পারে বলে মনে করেন পানেসার।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct