নাজিম আক্তার, মালদা: ‘বিজেপিকে রুখতে লাঠি ধরতে হলে লাঠি ধরবো’ ঘাসফুলে যোগদান দিতেই বললেন মিম ত্যাগী নবনিযুক্ত তৃনমূল কর্মী সাবির আহমেদ।
তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি মালদা শহরে পদার্পণ করার ২৪ ঘণ্টা আগেই মিম দল ছেড়ে ঘাসফুলে যোগদান করলেন মালদা জেলার ১০ টি ব্লকের প্রায় দুইশত কর্মী।এমনটাই দাবি করা হয়েছে মালদা জেলা তৃণমূল সংখ্যালঘু সেলের তরফে।
মঙ্গলবার মালদা টাউন হলে জেলা তৃণমূল কংগ্রেস কমিটির ও সংখ্যালঘু সেলের উদ্যোগে যোগদান কর্মসূচি আয়োজিত হয়। কর্মসূচিতে হাজির ছিলেন মালদা জেলা তৃণমূল কংগ্রেস কমিটির সভানেত্রী মৌসম নূর, জেলা তৃণমূলের যুব সভাপতি প্রসেনজিৎ দাস, মালদা জেলা তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতি মোশারফ হোসেন, জেলা তৃণমূলের চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী সহ জেলা নেতৃত্বগণ।
মিম ত্যাগী সাবির আহমেদ জানান, কোনো পদের আশায় নয়, মমতা ব্যানার্জির উন্নয়নে অনুপ্রাণিত হয়ে ও বিজেপিকে রুখতে তৃণমূলে যোগদান। দীর্ঘদিন ধরে মিমের হয়ে কাজ করেছে তিনি। মিম মুসলিম দরদী দেখালেও আসলে সে বিজেপির বি -টিম হয়ে কাজ করছে বলে কটাক্ষ করেছেন। ভোট ঘনিয়ে আসলেও এখনো মিম সুপ্রিমো জেলায় কোনো সাংগঠনিক স্বীকৃতি দেয়নি বলে দাবি করেছেন মিম ত্যাগী। নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার আগে মালদা জেলায় মিমের কোনো অস্তিত্ব থাকবে না বলে দাবি করেছে তিনি।
মালদা জেলা তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতি মোশারফ হোসেন বলেন, সবে তো মিমে ধ্বস শুরু হল। নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার আগেই মিম কেন অন্যান্য দলেও ধস নামবে।
নব নিযুক্ত তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে তিনি সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় ভোট প্রচারের নির্দেশও দিয়ে দিলেন। কর্মীদের ধর্ম বিদ্বেষ দিয়ে দলে বেশিদিন ধরে বন্দী রাখা যায় না বলে ,ন্তব্য করেন মোশারফ হোসেন।
তবে এদিন মিম থেকে তৃণমূলে যোগদানের বিষয়টি নাটকীয় বলে উড়িয়ে দিলেন মিমের মালদা জেলা কনভেনার মতিউর রহমান। মিম ত্যাগী সাবির আহমেদ দলের কোনো পদেই ছিলেন না বলে দাবি করেন তিনি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct