ওবাইদুল্লা লস্কর ও বাইজিদ মণ্ডল, ডায়মন্ড হারবার: সামনে ২১ শে বিধানসভা নির্বাচন। তাই এখন থেকে চলছে রাজ্যের রাজনীতি উম্মাদনা। মঙ্গলবার ডায়মন্ড হারবার বিধানসভার অন্তর্গত মোহনপুর পেট্রোল পাম্প পার্শ্ববর্তী ময়দানে ঈসালে সওয়াব অনুষ্ঠানে ফের বঞ্চিত মানুষের ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার করনে পীরজাদা আব্বাস সিদ্দিকী। এটি ধর্মসভা জলেও এখান থেকেই তিনি রাজনৈতিক বক্তৃতা দিয়ে বার্তা দিলেন, রাজ্যে সুশাসন প্রতিষ্ঠা করতে ও মা বোনেদের সম্মান বাঁচাতে প্রার্থী দেবেন আসন্ন বিধাননসভা নির্বাচনে। তিনি প্রশ্ন তোলেন, বাংলা জুড়ে কেন এত সমালোচনা ও বিরোধিতা করা হচ্ছে তার।
এদিন রাজ্যের শাসক দল তৃণমূল ও বিজেপিকে একসাথে বিঁধলেন আব্বাস সিদ্দিকী। মূলত আমফানের দুর্নীতি থেকে শুরু করে রাজ্যের শাসক দলের একাধিক দুর্নীতির কথা তুলে ধরেন তিনি। পাশাপাশি তিনি জানান বিজেপিকে বাংলায় আনতে তাদের হাত শক্ত করছে তৃণমূল। তিনি জানান আগামী ২২ তারিখ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট-এর পক্ষ থেকে প্রথম রাজনৈতিক সভা হবে কুলপিতে। এমনকি দক্ষিণ ২৪ পরগনায় ১০ টি আসনে তার দল প্রতিদ্বন্দ্বিতা করবে। ডায়মন্ডহারবার বিধানসভায়ও প্রার্থী দেবেন আব্বাস সিদ্দিকী।
অন্যদিকে বিজেপিকে আটকাতে মহাজোটের আহ্বানে বাম ও কংগ্রেসের জন্য জোটের দরজা খোলা আছে তবে যদি তারা যদি না আসতে চায় তাহলে একাই লড়বেন এমনই হুঁশিয়ারি দেন এদিনের সভা থেকে। তিনি বারবার অনুরোধ করে বলেন, বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে বিজেপি দলের থেকে বাঁচতে, যেকোন ধর্মনিরপেক্ষ দলের সঙ্গে মহাজোটের করা হবে। মূলত মুসলিম ও দলিত আদিবাসী পিছিয়ে পড়া মানুষদের নাজ্য অধিকার আদায়ের জন্য এই জোট হবে। পীরজাদা আব্বাস সিদ্দিকী বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে বিজেপির বিরুদ্ধে আমাদের এক হয় রুখে দাঁড়ানোর আহ্বান জানান।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct