আপনজন ডেস্ক: মেয়েদের বিয়ের বয়স নিয়ে দেশে প্রচলিত যে আইন রয়েছে তাতে কমপক্ষে ১৮ বছর বয়স না হলে সেই মেয়েকে বিয়ে দেওয়া যাবে না। তা আইনত অপরাধ। কিন্তু যেহেতু ইসলামি শরীয়তে বলছে মুসলিম মেয়েরা ঋতুমতী হলেই বিবাহযোগ্য তাই সেই পথেই এগোল পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টে। বুধবার পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের বিচারপতি অলকা সারিনের গঠিত বেঞ্চ এক রায়ে বলেছে মুসলিম মেয়েদের জন্য ১৮ বছর বয়স না হলে চলবে, তারা ঋতুমতী হলেই বিবাহযোগ্য। জানা গেছে, এক সতোরা বছরের মুসলিম মেয়ের সঙ্গে ৩৬ বছর বয়স্ক মুসলিম ব্যক্তির বিয়ে হয় মুসলিম পার্সোনাল ল’ মেনে। পাঞ্জাবের ও মুসলিম দম্পতির আবেদনের ভিত্তিতে এই রায় দিয়েছেন পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের বিচারপতি অলকা সরিন।
মুসলিম পার্সোনাস ল’ মেনেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে হাইকোর্ট জানিয়েছে। মুসলিম মেয়েদের বিয়ে নিয়ে এই রায়দানের সময় স্যর দীনশাহ ফারদুনজি মোল্লার ‘প্রিন্সিপল অব মহামেডান ল’ নামে বইয়ের ১৯৫ ধারা উদ্ধৃত করেছেন বিচারপতি। ওই ধারা অনুযায়ী বিচারপতির পর্যবেক্ষণ, ঋতুমতী হলেই নিজের পছন্দমতো ব্যক্তিকে বিয়ের যোগ্য সব মুসলিম মেয়ে। ওই বইয়ে বয়ঃসন্ধির বয়স কী হবে, তা নিয়েও বিশদে বলা হয়েছে। ওই বই অনুযায়ী, নির্দিষ্ট প্রমাণাভাবে ধরে নেয়া যেতে পারে যে সাধারণত ১৫ বছরেই বয়সন্ধিতে পৌঁছয় ছেলেমেয়েরা। অর্থাৎ সাধারণত ওই বয়সেই রজঃস্বলা হয় মেয়েরা। মোল্লার বইয়ের ব্যাখ্যা অনুযায়ী, ‘রজঃস্বলা হয়েছে এমন সুস্থ মস্তিষ্কের প্রত্যেক মুসলিম মেয়ে নিজের ইচ্ছেয় বিয়ে করতে পারবে।
পঞ্জাবের বাসিন্দা ওই দম্পতি নিজেদের আবেদনে হাইকোর্টে জানিয়েছেন, গত ২১ জানুয়ারি মুসলিম আইন অনুযায়ী তাদের বিয়ে হলেও তাতে মত ছিল না আত্মীয়স্বজনদের। ৩৬ বছরের ওই ব্যক্তি ও তার ১৭ বছরের স্ত্রী নিজেদের নিরাপত্তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন। নিজেদের সুরক্ষার আবেদন নিয়ে আদালতের দ্বারস্থ হওয়ার পাশাপাশি মোহালির এএসপি-র কাছেও গোটা বিষয়টি জানান তারা।
তাদের দাবি, ছেলেমেয়ের বয়স ১৫ এবং রজঃস্বলা হলেই স্বেচ্ছার বিয়েতে বাধা দিতে পারেন না অভিভাবকেরা। আবেদনকারীদের পক্ষে রায় দিয়ে আদালত জানিয়েছে, এ ক্ষেত্রে প্রথম আবেদনকারী ওই ব্যক্তির বয়স ৩৬ বছরের বেশি এবং দ্বিতীয় আবেদনকারী ওই মেয়েটির বয়স ১৭-র বেশি হওয়ায় মুসলিম পার্সোনাল ল’ অনুযায়ী তাদের স্বেচ্ছায় বিয়েতে বাধা নেই।
উল্লেখ্য, দেশের বিবাহ আইন অনুযায়ী বিয়ের বয়স হতে হবে কমপক্ষে মেয়েদের ১৮ বছর আর ছেলেদের ২১ বছর।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct