আপনজন ডেস্ক: কেউ ভিন্ন ধর্ম বিয়ে করলে সমাজকে এখন মানতে হবে। কর্নাটকের এক দম্পতির করা মামলা নিয়ে স্পষ্ট মত জানাল সুপ্রিম কোর্ট। আদালত জানিয়েছে, কোনও পুরুষ বা মহিলার অধিকার আছে নিজের সঙ্গী বেছে নেওয়া। আর সেটা সমাজকে মেনে নিতে হবে।শিক্ষার এখনই উৎকৃষ্ট সময়।’এ বিষয়ে বিচারপতি সঞ্জয়কৃষ্ণ কউল ও হৃষিকেশ রায়ের ডিভিশন বেঞ্চ জানায়, ধর্ম-বর্ণ নির্বিশেষে বিবাহ মেনে নেওয়াটা খুবই জরুরি একটি সামাজিক অনুশীলন। অভিভাবকরা শুধু ভিন ধর্মে বিবাহের জন্য যদি নিজের সন্তানকে দূরে ঠেলে দেন।তা কখনই আদর্শ সামাজিক রীতি হতে পারে না।
এদিকে উত্তরপ্রদেশের পাশাপাশি বিজেপি শাসিত মধ্যপ্রদেশে ‘লাভ জেহাদ’ বলে ভিন্ন ধর্মে বিবাহ আটকাতে চাইছে প্রশাসন। ঠিক তখনই একেবারে উল্টো কথা জানাল দেশের শীর্ষ আদালত। শুধু তাই নয়, সামাজিক নিরাপত্তার ভার যাঁদের উপর, এবার সেই পুলিশকে এই ধরনের পরিস্থিতি সামাল দেওয়ার জন্য বিশেষ প্রশিক্ষণ দেওয়ার কথা জানাল আদালত। দেশের শীর্ষ আদালতের বিচারপতীরা বলেন, 'এই প্রজন্মের ছেলেমেয়েরা আরও বেশি করে নিজেদের জীবন সঙ্গী নিজেরাই খুঁজে নিচ্ছেন।' ভিন্ন ধর্মে বিবাহিতদের নিরাপত্তা নিয়েও বিশেষ ব্যবস্থা নিতে বলেছে আদালত।অনেক সময়েই দেখা যায় পরিবার বা সমাজের মতের বিরুদ্ধে গিয়ে বিয়ে করে নিরাপত্তার অভাবে ভোগেন অনেকে। পুলিশের দায়িত্ব তাঁদের যথেষ্ট নিরাপত্তা দেওয়া।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct