আপনজন ডেস্ক: দুর্ঘটনা রোধে এবার চালকবিহীন গাড়ির ট্রায়ালের অনুমতি দিয়েছে জার্মানি। অনুমতি পাওয়ায় দেশটির লিনজেন শহরে একটি তেল পরিশোধনাগারে চালকবিহীন এই গাড়ির ট্রায়াল চালানো হয়েছে। অক্সবটিকা নামের এই গাড়ি তৈরি করেছে ব্রিটেনের অক্সফোর্ড ইউনিভার্সিটি। জার্মানির উত্তর পশ্চিমাঞ্চলে অবস্থিত ব্রিটিশ পেট্রলিয়ামের তেল পরিশোধনাগারে চালকবিহীন এ গাড়ির পরীক্ষা চালানো হয়। লিনজেন শহরের পরিশোধনাগারটিতে ১৮০ কিলোমিটারের বেশি পথ বেশ সফলতার সাথেই পাড়ি দিতে সক্ষম হয়েছে। তবে নিরাপত্তার খাতিরে গাড়িতে একজন চালক রাখা হয়। অক্সফোর্ডের নির্মিত অক্সবটিকা ব্যস্ত সড়ক, সরু পথ, রেলক্রসিং কিংবা যে কোনো বাধা অতিক্রম করতে সক্ষম। দিন কিংবা রাত যেকোনো আবহাওয়াতেই স্বয়ংক্রিয়ভাবে চলবে এই গাড়ি। তাদের তেল পরিশোধনাগারে নিরাপত্তা বাড়াতে বেশ কাজে দেবে অক্সবটিকা। ত্রুটিযুক্ত সরঞ্জামাদি বা নিরাপত্তা হুমকির ব্যাপারেও আগে থেকেই সতর্ক করবে এই গাড়ি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct