রাকিবুল ইসলাম, বহরমপুর: এই বাংলাই গোটা দেশ চালাবে, দেশকে চালাবে। যারা গদ্দারি করে বিজেপি করছে তাদের ক্ষমা করবেন না। মঙ্গলবার বহরমপুর স্টেডিয়ামের সভায় এভাবেই সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২১শের বিধানসভা নির্বাচনের দিন ঘোষণার আগেই মুর্শিদাবাদ জেলায় তৃণমূল সুপ্রিমো মুখ্যমন্ত্রীর জনসভায় এদিন ভিড় ছিল চোখে পড়ার মতো। এদিনের সভার শুরু থেকে শেষ পর্যন্ত একের পর এক প্রসঙ্গে টেনে মির্জাফর ও গদ্দার বলে বিজেপিকে একহাত নিলেন তৃণমূল সুপ্রিমো। মুখ্যমন্ত্রী বলেন, যারা বিজেপি করবে মনে করছেন তারা চলে যান। দলের কর্মীরাই আমার সম্পদ। দলে দু একটা দুষ্ট গরু আছে। যারা অসাধু তারা দল বিক্রি করে। যারা দল বিক্রি করে তাদের দলে কোনও স্থান নেই বলে কড়া বার্তা দেন।
জেলাবাসীর উদ্দেশ্যে বলেন, মুর্শিদাবাদ ২টো লোকসভা উপহার দিয়েছে। এবারও ২২টা আসন দখল করতে হবে, বাংলায় তৃণমূল সরকার হবে। তিনি বলেন আপনারা বিজেপি-কে ভয় পাবেন না। সাম্প্রদায়িক অশান্তির দিকে যাবেন না। কোনও সাম্প্রদায়িক জিগিরে কান দেবেন না। বিজেপি-র সাথে লড়তে পারবে না বাম কংগ্রেস। অন্যদলকে ভোট দেওয়া মানেই বিজেপিকে ভোট দেওয়া। কেন্দ্রীয় সরকার নোটবন্দি থেকে করোনায় জনসাধারণকে ঘরবন্দি করেছে। এবার জনগণের আদালতে নিজেরাই বন্দি হবে। এই বাংলাই গোটা দেশ চালাবে, দেশকে চালাবে। যারা গদ্দারি করে বিজেপি করছে তাদের ক্ষমা করবেন না। সভা শেষ করে সার্কিট হাউসের উদ্দেশ্যে রওনা দেন মমতা বন্দ্যোপাধ্যায়, রাতে সেখানেই থাকেন মমতা বন্দ্যোপাধ্যায়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct