আপনজন ডেস্ক: ষাটের দশকে মার্কিন নৌবাহিনীর আবহাওয়াবিদ হিসেবে সুদূর অ্যান্টার্কটিকায় গিয়েছিলেন পল গ্রিশাম। নির্জন বরফাচ্ছন্ন এলাকায় দায়িত্ব পালনকালে এক দিন নিজের মানিব্যাগ হারিয়ে ফেলেন তিনি। এরপর কেটে গেছে পাঁচ দশকেরও বেশি। আশ্চর্যজনকভাবে এতদিন পরে অনেকটা অক্ষত অবস্থাতেই গ্রিশামের হাতে ফিরে এসেছে সেই মানিব্যাগটি। দ্য গার্ডিয়ান
৯১ বছর বয়সি সাবেক এই নৌকর্মকর্তা বলেন, ‘আমি পুরো হতবাক হয়ে গিয়েছিলাম। আমাকে শনাক্ত করে কাছে পৌঁছানোর দীর্ঘ ধারাবাহিক এ প্রক্রিয়ায় বহু মানুষ জড়িত ছিলেন।
গ্রিশামের হারানো মানিব্যাগটিতে ছিল তার নৌবাহিনীর আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স, বিভিন্ন ধরনের হামলার সময় কী করতে হবে তার একটি পকেট নির্দেশিকা, বিয়ার রেশন পাঞ্চ কার্ড, ট্যাক্স স্টেটমেন্ট এবং স্ত্রীর কাছে পাঠানো মানিঅর্ডারের রশিদ। ৫৩ বছর পর সেগুলো মোটামুটি অক্ষত অবস্থাতেই ফিরে পেয়েছেন তিনি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct