আপনজন ডেস্ক: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কৃষক বিরোধী হিসেবে প্রতিপন্ন করতে প্রধানমন্ত্রী রবিবার হলদিয়ার সভায় নানা কথা বলেছিলেন। বিশেষ করে মোদি অভিযোগ করেছিলেন, প্রধানমন্ত্রী কিষাণ নিধি প্রকল্পে রাজ্য সরকার মাত্র ৬ হাজার কৃষকের নাম তুলতে পেরেছে। তার একদিন যেতে না যেতেই প্রধানমন্ত্রীকে মিথ্যাবাদী বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর অভ্যাস হযে গিয়েছে মিথ্যা কথা বলার। কারণ, ইতিমধ্যে ৬ লক্ষ কৃষকের মধ্যে রাজ্য সরকার ২.৫ লক্ষ ভেরিফিকেশন করেও পাঠিয়েছে। মুখ্যমন্ত্রী যে কৃষক দরদি তা বোঝাতে বলেন, ভাগচাষি থেকে শুরু করে ক্ষেতমজুররাও কৃষক নিধির সুবিধা পাক তিনি চান্ তাই রাজ্য সরকারের প্রকল্পে মাত্র এক কাঠা জমি থাকলেই কৃষকরা কৃষক নিধির সুবিধা পান, অথচ কেন্দ্রীয় প্রকল্পে ২ একর জমি থাকতে হয়।
এদিন অন্তর্বর্তীকালীন বাজেট পেশ নিয়ে বিরোধীদের সমালোচনার কড়া জবাব দেন মমতা। মমতা বলেন, বাজেট নিয়ে রাজনীতির অভিযোগ উঠলেও তা সঠিক নয়। এটার ভোটের ইস্তাহার নয়। আর যদি ভোটের ইস্তাহার হয়, তাহলে সেটা তো মানুষের জন্য। তাহলে কিসের এত অসুবিধা সেই প্রশ্ন তোলেন। তবে, কংগ্রেসের মুখ্য সচেতক মনোজ চক্রবর্তী, সিপিএমের সুজন চক্রবর্তী এই বাজেট নিয়ে কটাক্ষ করেছিলেন মাত্র তিন মাসের বাজেট বলে। সে প্রসঙ্গে প্রত্যয়ের সঙ্গে মমতা বিরোধীদের উদ্দেশ্যে বলেন, আমরা আর মাত্র কিছুদিন রয়েছি বলা হচ্ছে। কিন্তু জেনে রাখুন, আর বিপুল ভোটে জিতে ফের রাজ্যে ক্ষমতায় আসব। অন্যদিকে, এদিন রীতি মেনে বিধানসভার সদস্যদের নিয়ে ফটো সেশনে অংশ নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও এই ফটো সেশনে কংগ্রেস ও বাম বিধায়করা হাজির ছিলেন না। ফটো সেশনের শেষে মমতা রাজ্যে যে ফের ফিরে আসবেন সে ব্যাপারে প্রত্যয় ব্যক্ত করে দু’আঙুল তুলে ‘ভিকট্রি’ চিহ্ন দেখান মমতা। আর তারপর বলেন, ‘আই উইল বি ব্যাক।’ আবার রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে ফিলে আসা নিয়ে বিরোধীরা মমতাকে অবশ্য কটাক্ষ করতে দ্বিধাবোধ করেনি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct