আপনজন ডেস্ক: ডেনমার্কে করোনা বিধিনিষেধ এবং দেশটিতে ডিজিটাল ভ্যাক্সিনেশন সার্টিফিকেট প্রদান পরিকল্পনার প্রতিবাদে শনিবার রাতে কয়েক শত লোক কোপেনহেগেনের রাস্তায় নেমে আসে।
“মেন ইন ব্লাক ডেনমার্ক” পরিচয়ে প্রায় ৬০০ লোকের একটি গ্রুপ রাতে তীব্র ঠাণ্ডার মধ্যে ডেনমার্কের আংশিক লকডাউনের “একনায়কতন্ত্রের” প্রতিবাদে পার্লামেন্ট ভবনের সামনে সমবেত হয়।তাদের বিক্ষুব্ধ হওয়ার মূল কারণ ছিল ডিজিটাল ভ্যাকসিন “পাসপোর্ট”। ইউরোপের অন্যান্য দেশের মতো ভ্রমণের জন্য ডেনমার্কও করোনা টিকা গ্রহণের ডিজিটাল সার্টিফিকেট চালু করতে চায়।
প্রতিবাদী আয়োজকরা বলেছেন, এই ধরণের পাসপোর্ট টিকা দেয়ার বাধ্যবাধকতা বোঝায় এবং ব্যক্তির স্বাধীনতার ওপর আরও বিধিনিষেধ আরোপ করে। যদিও ডেনমার্কে টিকাদান বাধ্যতামূলক নয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct