আপনজন ডেস্ক: প্রথা ভেঙে এই প্রথম পোপের পরামর্শ পরিষদে স্থান পেলেন কোনও মহিলা। খ্রিস্টান ক্যাথলিকদের ঐতিহ্য ভেঙে পরামর্শ পরিষদে (সিনোদ অব বিশপস) ক্ষমতাসম্পন্ন আন্ডারসেক্রেটারি পদে প্রথমবারের মতো একজন নারী নিয়োগ দিলেন পোপ ফ্রান্সিস। গতকাল শনিবার সিনোদে দু’জন আন্ডারসেক্রেটারি নিয়োগ দেয়া হয়েছে। এর একজন ফরাসী মহিলা নেথালি বিকোয়ার্ত। সিনোদেই তিনি ২০১৯ সাল থেকে পরামর্শকের দায়িত্ব পালন করে আসছিলেন।
নেথালি বিকোয়ার্ত (৫২) ফ্রান্সভিত্তিক জাভিয়ার সিস্টার্সের সদস্য এবং তিনি ব্যবস্থাপনায় মাস্টার্স ডিগ্রীসম্পন্ন। এছাড়া তিনি বোস্টনেও লেখাপড়া করেছেন।
সিনোদ অব বিশপস এ অপর আন্ডারসেক্রেটারি হিসেবে নিয়োগ পেয়েছেন লুইস মারিন ডি সান মার্টিন। এই নিয়োগকে চার্চের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অধিক হারে নারীর অংশগ্রহণে পোপের ইচ্ছার প্রতিফলন বলে উল্লেখ করলেন সিনোদের সেক্রেটারি জেনারেল কার্ডিনাল মারিও গ্রেচ।
তিনি আরো বলেন, সিস্টার নেথালি বিকোয়ার্তের নিয়োগ ও তাকে ভোট দেয়ার ক্ষমতা দেয়ার মধ্যদিয়ে দরজা খুলে গেলো। বিশপ ও কার্ডিনালদের সমন্বয়ে পোপের পরামর্শ পরিষদ গঠিত হয়। তাদের ভোট দেয়ার ক্ষমতা থাকে। এছাড়া পরিষদে কিছু বিশেষজ্ঞও থাকেন।
তবে তাদের ভোটাধিকার থাকে না। আর্জেন্টিনায় জন্ম নেয়া পোপ ফ্রান্সিস সিনোদ অব বিশপস এর সংস্কার এবং চার্চ পরিচালনায় মহিলার ভূমিকা বাড়ানোর আভাস দিয়েছিলেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct