আপনজন ডেস্ক: সমগ্র বিশ্বে শক্তিধর দেশ হিসেবে ক্রমশ এগিয়ে আসছে তুরস্ক। আর সেই তুরস্ককে এগিয়ে নিয়ে যাচ্ছেন সে দেশের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। এই অগ্রগতি নিয়ে এরদোগান আশাপ্রকাশ করেছেন খুব তাড়াতাড়ি তুরস্ক বিশ্বে প্রথম দশটি অর্থনৈতিক দেশের মধ্যে চলে আসবে।
শনিবার মালাতিয়া প্রদেশে এক সেতু উদ্বোধনের অনুষ্ঠানে পাঠানো ভিডিও বার্তায় এরদোগান বলেন, বিপুল বিনিয়োগ ও বৃহৎ বিভিন্ন প্রকল্পের সাহায্যে দেশটি বিশ্বের শীর্ষ ১০ অর্থনৈতিক শক্তির অন্তর্ভুক্ত হওয়ার পথে এগিয়ে চলছে। এরদোগানের দাবি, তুরস্ককে বিশ্বের বৃহত্তম ১০ অর্থনীতির একটিতে রূপান্তরিত করতে বৃহৎ প্রকল্পগুলোতে বিপুল বিনিয়োগ করা হচ্ছে। বর্তমানে বিশ্বে চলমান মোট বৃহৎ প্রকল্পের অর্ধেকেই তুরস্কে নেয়া হয়েছে বলে জানান এরদোগান।
এরদোগান আরো বলেন, তুরস্কের লক্ষ্য মহাকাশ প্রযুক্তি, হাইটেক ও আর্টিফিসিয়াল ইনটেলিজেন্সের সাহায্যে ভবিষ্যতকে আঁকড়ে ধরা। আমাদের শক্তিশালী অবকাঠামো থেকে আমরা যে সাহস পেয়েছি, তা থেকে প্রতিটি ক্ষেত্রেই বিরামহীনভাবে আমাদের লক্ষ্যকে বাড়িয়ে চলছি, আমাদের সক্ষমতাকে বাড়িয়েছি এবং বিশেষ করে নতুন উৎপাদনের ক্ষেত্র বিস্তার করেছি।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct