আপনজন ডেস্ক: সামরিক অভ্যুত্থানের পর মায়ানমারে আটক রয়েছেন অং সান সু কি। সু কির বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছে মায়ানমার পুলিশ। এরইমধ্যে অভ্যুত্থান ঘটিয়ে সেনা কর্তৃপক্ষ পার্লামেন্ট বাতিল করলেও বৃহস্পতিবার সু চি’র দল এনএলডি’র ৭০ জন সংসদ সদস্য শপথ নিয়েছেন। এই সাংসদরা দাবি করছেন, তারা জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি। তাদের এ অধিকার কেউ কেড়ে নিতে পারবে না।
মায়ানমারের রাজধানী নেপিদোতে একটি ভবনে বৃহস্পতিবার সু চি সরকারের এমপিরা শপথ নেন। শপথ নেয়ার পর এনএলডি এমপি দাউ ফিউ ফিউ থিন গণমাধ্যমকে বলেন, ‘আমরা আইনগতভাবে নির্বাচিত জনপ্রতিনিধি, সংসদ অধিবেশন আহ্বান করার অধিকার আমাদের অবশ্যই আছে।’
এই সাংসদ আরও বলেন, ‘বৃহস্পতিবার সকালে আমরা শপথগ্রহণের জন্য জনগণের ম্যান্ডেট নিয়েছি। জনগণের অনুমোদিত এমপি মর্যাদা আমাদের কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না। আমরা মানুষের এমপি হিসেবে শপথ নিয়েছি। নেপিদো ছেড়ে যাওয়া এমপিরাও দ্রুত শপথ নেবেন।’
এদিকে মায়ানমারে সামরিক জান্তার বিরুদ্ধে দেশটির জনগণ ক্রমশই ফুঁসে উঠছে। সে দেশের জনগণ মনে করে, অতীতের মতো এবার আর সামরিক শাসন দীর্ঘায়িত করতে পারবে না সেনা কর্তৃপক্ষ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct