আপনজন ডেস্ক: রাজ্যে বিধানসভা ভোট হতে আর বেশি বাকি নেই। তার আগেই ভোটমুখী বাজেট পেশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সামনে ভোট আসায় তিন মাসের জন্য ভোট অন অ্যাকাউন্টস বা অন্তবর্তীকালীন বাজেট পেশ করেন তিনি। অর্থমন্ত্রী অমিত মিত্র অসুস্থ থাকায় শুক্রবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বাজেট পেশ করেন।
এই অন্তবর্তীকালীন বাজেট অনেকটাই সদ্য কেন্দ্রীয় বাজেটকে লক্ষ্য করে বলা যায়। কারণ, কেন্দ্রীয় বাজেটে যেভাবে এ রাজ্যে রাস্তা নির্মাণের উপর জোর দিয়েছে, তাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষোভ প্রকাশ করে বলেছিলেন রাস্তার জন্য রাজ্য সরকার নিজেরাই বরাদ্দ করতে সক্ষম। সেই কথার প্রতিধ্বনি শোনা গেল রাজ্য বাজেঠে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত বাজেটে কলকাতা রাজধানী দিল্লির মতো আর একটা উড়ালপুল নগরী হতে চলেছে। কলকাতার বেশে কিছু গুরুত্বপূর্ণ এলাকায় উড়ালপুল তৈরির জন্য বাজেট বরাদ্দ করা হয়েছে। বরাদ্দ করা হয়েছে গ্রামীণ রাস্তার জন্য।
কেন্দ্রীয় বাজেটে রাজ্যে সাড়ে ছ’হাজার কিলোমিটার রাস্তা তৈরির প্রস্তাব দিয়েছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তার পাল্টা হিসেবে রাজ্য সরকার আগামী ৫ বছরে ৪৬ হাজার কিলোমিটার রাস্তা তৈরি করবে। রাজ্য বাজেটে রাস্তা ও উড়ালপুল। নির্মাণকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর দাবি, আগের অর্থবর্ষে মোট ২০ হাজার কিলোমিটার রাস্তা নির্মাণ করে দেশের মধ্যে শীর্ষস্থান অধিকার করেছে বাংলা। শুধু রাস্তা নির্মাণ নয়, একশো দিনের কাজে ও সংখ্যালঘু বৃত্তি প্রদানে যে বাংলা দেশের সেরা সেকথা বাজেট বক্তৃতায় উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী।
রাজ্যে যাতে আর কোনও মাটির বাড়ি না তাকে তার জন্য সব বাড়ি পাকা করার প্রস্তাব নেওয়া হয়েছে বাজেটে। প্রস্তাব রাখা আগামী ৫ বছরে মোট ২০ লক্ষ পাকা বাড়ি পাকা করা হবে। তার জন্য মোট ১৫০০ কোটি বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct