আপনজন ডেস্ক: এই বছর সেপ্টেম্বর মাস থেকে SSC, IBPS ও RRB-র অনলাইন পরীক্ষা শুরু করতে চলেছে ন্যাশনাল রিক্রুটমেন্ট এজেন্সি (NRA)। বুধবারই এই কথা জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং। জানুন কীভাবে কাজ করবে এনআরএ এবং কোন পদ্ধতিতে হবে বাছাই।
এবার আর সরকারি চাকরির জন্য পৃথক ফর্ম ফিল-আপ বা আলাদা আলাদা পরীক্ষা দেওয়ার প্রয়োজন নেই। ইতিমধ্যেই ওয়ান নেশন ওয়ান এক্সাম-এর অনুমতি দিয়েছে কেন্দ্রীয় সরকার। এখানে এনআরএ বিভিন্ন বিভাগের জন্য একটিই পরীক্ষা নেবে। সেই অনুযায়ী আবেদন করতে পারবেন চাকরি প্রার্থীরা।
আগামী সেপ্টেম্বর মাস থেকে SSC, IBPS ও RRB-র জন্য কমন এলিজিবিলিটি টেস্টের (CET) ব্যবস্থা করা হচ্ছে।
এই বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং জানিয়েছেন এবার SSC, IBPS ও RRB-র সমস্ত নন-টেকনিক্যাল পদের পরীক্ষা NRA নেবে। পাশাপাশি আগামিদিনের কেন্দ্রের সমস্ত পরীক্ষাই NRA করাবে বলেও জানা যাচ্ছে।
CET-এর মাধ্যমে স্ক্রিনিং বা শর্টলস্ট করা হবে। এতে যাঁরা পাশ করবেন তাঁরা ব্যাঙ্কিং সেক্টরের বড় পরীক্ষাগুলির জন্য আবেদন করতে পারবেন। বছরে ২ বার মোট ১২টি ভাষায় হবে CET। পরীক্ষায় বসার নূন্যতম বয়স ১৮ বছর। এসসি, এসটি, ওবিসিদের জন্য বয়সসীমায় নির্দিষ্ট ছাড় থাকছে।
কোনও কোনও ক্ষেত্র থেকে শুধুমাত্র CET-র ভিত্তিতেই সরাসরি চাকরিতে নিয়োগের ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
আলাদা আলাদা একাডেমিক যোগ্যতার জন্য আলাদা আলাদা CET আয়োজিত হবে। তবে আপাতত একই পাঠ্যক্রমে দশম, দ্বাদশ ও স্নাতক স্তরের পরীক্ষা আয়োজিত হবে। এই ৩ স্তরের ভিত্তিতে হবে সিলেবাস।
সিইটি-র ফলাফল প্রকাশের পর তা ৩ বছর পর্যন্ত বৈধ থাকবে। কেউ চাইলে বারংবার পরীক্ষা দিয়ে এগিয়ে যেতে পারেন। পরীক্ষা পদ্ধতি আরও সহজ করতেই এই ভাবনা বলে জানাচ্ছে সরকার।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct