আপনজন ডেস্ক: পীরজাদা আব্বাস সিদ্দিকির নতুন দল গঠনের আগে কংগ্রেস এবং বাম দল বলেছিল আগে তারা দেখবে তাদের নীতি আদর্শ, তারপর জোটের কথা ভাবা হবে। ইতিমধ্যে ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট নামে নতুন দল ঘোষণা করেছেন ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকী। তবুও এখনও বাম কংগ্রেসের সঙ্গে আব্বাসের দলের জোটের ব্যাপার অথৈ জলে।
প্রদেশ কংগ্রেস সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় নেতৃত্ব আগেই বলে দিয়েছিলেন আসাদউদ্দিন ওয়াইসির দল মিম-এর সঙ্গে জোটে গেলে আব্বাসের দল থেকে দূরত্ব বজায় রাখতে হবে। কারণ, কংগ্রেস কখনও শুধু মুসলিমদের দল হিসেবে নিজেদের প্রতিপন্ন করতে চায় না। পীরজাদা আব্বাস সিদ্দিকী নতুন দল ঘোসনা করলেও এখনও মিম-এর সঙ্গে জোটের ব্যাপারে মুখে রা কাড়ছেন না। অথচ, নির্বাচনের দিন ঘোষণা এসে গেল বলে কথা। একদিকে কংগ্রেস যখন আব্বাসের সঙ্গে জোটের ব্যাপারে প্রকাশ্যেই জানাচ্ছে তাদের ইচ্ছার কথা, তখন কংগ্রেসের জোট সঙ্গী বামফ্রন্ট আব্বাসের সঙ্গে জোট করতে আগ্রহী কিনা জানায়নি। যদিও মুহাম্মদ সেলিমের জোট হতে পারে বলে এলেও বামেরা কিন্তু আদৌ এ নিয়ে কোনও সবুজ সংকেত দেয়নি। ইতিমধ্যে বাম কংগ্রেসের মধ্যে ১৯৩টি আসনে রফা চূড়ান্ত। বাকি রয়েছে মাত্র ১০১টি আসন। আব্বাস সিদ্দিকী যেহেতু ৪০টি আসন দাবি করে আসছেন তা চূড়ান্ত করতে হবে এই আসনগুলি থেকে। বৃহস্পতিবার কংগ্রেস নেতা আব্দুল মান্নান আব্বাসের দলের সঙ্গে জোট হবে কিনা তার জন্য সম্মতি চেয়ে চিঠি লিখেছেন সোনিয়া গান্ধিকে। তাই আব্বাসের সঙ্গে আটকে রয়েছে হাইকমান্ডের অনুমোদনের অপেক্ষায়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct