সঞ্জীব মল্লিক, বাঁকুড়া: বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের জয়পুর উত্তর চক্রের ২৮ জন সর্বশিক্ষা মিশনের কর্মী বুধবার থেকে লাগাতার “পেন ডাউন” আন্দোলনের পথে নামল।এই আন্দোলনের মূল দাবি যেমন সমকাজের সম বেতন।এই আন্দোলন সম্পর্কে সর্বশিক্ষা মিশনের কর্মী দিলীপ কুমার সরখেল ও রহমততুল্লা খান বলেন, গত ১০ বছর ধরে তাদের কোনো উন্নতি হয়নি। অথচ তাদের কাজের চাপ দিন দিন বেড়েছে।
তাদেরকে দিয়ে গ্রুপ ডি কর্মীর কাজ সরকার করিয়ে নিচ্ছে। তাদের দাবি পূরণ না হলে তারা আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন। এই বিষয় এ জয়পুর অবর বিদ্যালয় পরিদর্শককে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমি দাবি পত্র ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট পাঠিয়ে দিয়েছি। এই আন্দোলনের ফলে অফিসের কাজ ব্যাহত হচ্ছে। পরিদর্শক বিষ্ণুপদ বাগদি আন্দোলনকারীদের প্রতি সহানুভূতিশীল বলেও জানান।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct