আপনজন ডেস্ক: করোনা ভাইরাস প্রতিরোধে রাশিয়ার তৈরি টিকা স্পুতনিক-ভি ৯১ দশমিক ৬ শতাংশ কার্যকর বলে দাবি করা হয়েছে। করোনার উপসর্গ থাকা ৬০ বছরের বেশি বয়সীদের ক্ষেত্রে এই কার্যকারিতা ৯১ দশমিক ৮ শতাংশ। এই টিকার তৃতীয় পর্যায়ের পরীক্ষার অন্তর্বর্তীকালীন তথ্য বিশ্লেষণের ভিত্তিতে এমন দাবি করা হয়। এর আগে টিকাটির পরীক্ষামূলক প্রয়োগের দ্বিতীয় অন্তর্বর্তীকালীন বিশ্লেষণে দাবি করা হয়েছিল এটা ৯৫ শতাংশ কার্যকর। জানা গিয়েছে, স্পুতনিক-ভি টিকার অন্তর্বর্তী পরীক্ষায় অংশ নেন ২০ হাজারের বেশি মানুষ। তাদের এক-তৃতীয়াংশকে এই টিকা দেওয়া হয়। বাকিদের দেওয়া হয় প্লাসেবো (প্রতিক্রিয়াহীন তরল পদার্থ)। আসল টিকা গ্রহণকারীদের কারও বড় ধরনের কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি। যদিও টিকা নেওয়ার পর কেউ কেউ হালকা জ্বরের মতো উপসর্গ, ইনজেকশনের স্থানে ব্যথা বা দুর্বলতা বোধ করেছিলেন। ব্রিটিশ সাময়িকী দ্য ল্যানসেটে গবেষকেরা লিখেছেন, এই পরীক্ষার মধ্যেই আলাদা করে ৬০ বছরের বেশি বয়সী ২ হাজার ১৪৪ জনকে আলাদা করে টিকা প্রয়োগ করা হয়। এদের করোনার উপসর্গ ছিল। এ ক্ষেত্রে স্পুতনিক-ভি টিকার কার্যকারিতা ৯১ দশমিক ৮ শতাংশ পাওয়া যায়।
স্পুতনিক-ভি টিকাটির প্রস্তুতকারী প্রতিষ্ঠান গামালেয়া রিসার্চ সেন্টার, রাশিয়া ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড (আরডিআইএফ) ও রুশ স্বাস্থ্য মন্ত্রণালয়। এই টিকা ২১ দিনের ব্যবধানে দুটি ডোজ নিতে হয়। লিডস ইউনিভার্সিটির স্কুল অব মেডিসিনের সহযোগী অধ্যাপক স্টিফেন গ্রিফিন বলেন, তৃতীয় পর্যায়ের পরীক্ষার তথ্য বিশ্লেষণের ফল কার্যকারিতার বিবেচনায় বেশ উৎসাহব্যাঞ্জক। বড় ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া নেই ও প্রবীণ রোগীদের ক্ষেত্রে সমানভাবে কার্যকর।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct